রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করেছে মটর শ্রমিক ইউনিয়নের নেতা ও শ্রমিকগণ। ৩১ মে বুধবার বিকাল ৫টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ বাসস্ট্যান্ডে অবরোধ করে। এতে মহাসড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পুলিশ ও মটর শ্রমিকের নেতাকর্মী সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৩টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ নতুন চৌপথী এলাকায় সৈয়দপুর থেকে রংপুরগামী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি এ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দেয় রফরফ পরিবহন। এতে এ্যাম্বুলেন্সটির পেছনের গ্লাস ভেঙে যায়। সংবাদ পেয়ে তারাগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক কামরুজ্জামান মিলন ঘটনাস্থলে যান। তার পরামর্শে দুই গাড়ির চালক গাড়িটি মটর শ্রমিকের কার্যালয়ের সামনে নিয়ে আসে। বিকাল পৌনে ৫টার দিকে দুই গাড়ির চালককে নিয়ে বিষয়টি নি®পত্তির জন্য বসেন। এদিকে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আক্তারুল ইসলাম রফরফ পরিবহনটি চাবি ছাড়াই চালু করে কাউকে কিছু না জানিয়ে তারাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যান। মটর শ্রমিক নেতারা তাদের কার্যালয় থেকে বের হয়ে জানতে পারেন রফরফ পরিবহনটি তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ নিয়ে গেছে। এতে তারা ক্ষুব্ধ হয়ে বিকাল ৫টার দিকে মহাসড়ক অবরোধ করেন। সংবাদ পেয়ে তারাগঞ্জ থানার পুলিশ ও তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। তারা মটর শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে রফরফ পরিবহন ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে বিকাল সাড়ে৫টার দিকে অবরোধ তুলে নেন। তারাগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক কামরুজ্জামান মিলন বলেন, দুইপক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসার জন্য অফিসে বসেছিলাম। এরই মধ্যে এসআই আক্তারুল ইসলাম কাউকে কিছু না জানিয়ে রফরফ পরিবহনটি চালিয়ে থানায় নিয়ে যান। এতে মটর শ্রমিককে অসম্মান করা হয়েছে। সংগঠনের সদস্যরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছিল। পুলিশ রফরফ গাড়িটি ছেড়ে দেওয়ার আশ্বাস ও না জানিয়ে গাড়িটি নিয়ে যাওয়া ঠিক হয়নি জানালে মহাসড়ক অবরোধ তুলে নেওয়া হয়। এ্যাম্বুলেন্স চালক মোরশেদ আলম বলেন, আমার গাড়ি ভেঙেছে। বিষয়টি আমি স্থানীয়ভাবে মীমাংসার জন্য মটর শ্রমিকের লোকজনকে বলেছি। কোনো পুলিশকে সংবাদ দেইনি। পুলিশ নিজে থেকে এসে গাড়িটি নিয়ে গেছে। তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আক্তারুল ইসলাম বলেন, মুঠোফোনে দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে। দুর্ঘটনার শিকার গাড়িটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দেখে থানায় নিয়ে এসেছি। গাড়িটি হাইওয়ে থানায় আছে। তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, এটি তুচ্ছ ঘটনা। ভুল বোঝাবুঝির কারণে এমনটি হয়েছে। স্থানীয় মটর শ্রমিকের লোকজনদের সঙ্গে কথা হয়েছে। তারা মহাসড়ক ছেড়ে দিয়েছে। এখন পরিবেশ শান্ত। দুইপক্ষ বসে বিষয়টি মীমাংসা করলে গাড়িটি ছেড়ে দেওয়া হবে।
পলাশবাড়ী পৌরসভা উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন।
বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা এলাকায় ১কোটি ৫ লাখ টাকা ব্যয়ে ৮টি বিভিন্ন উন্নয়নমূলক পৃথক কাজের আনুষ্ঠানিক শুভ...