রাজশাহী: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের আলোচিত সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীসহ ৬৯ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় মো. আরিফ (২৩) নামের এক তরুণ বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলাটি দায়ের করেন।
আরিফের বাড়ি গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লায়। গত ৫ আগস্ট গোদাগাড়ীতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর এই মামলা করলেন তিনি।
মামলার প্রধান আসামি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই পলাতক। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা দায়ের হয়েছে।
নতুন মামলায় ফারুক চৌধুরী ছাড়াও গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র অয়েজউদ্দিন বিশ্বাস, গোদাগাড়ী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. বদিউজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লবসহ ৬৯ জনের নাম উল্লেখ রয়েছে।
এছাড়া মামলায় আরও অজ্ঞাত ৩৫০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। তারা ঘটনার দিন গোদাগাড়ী উপজেলা সদরে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেছিলেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে।
গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন উপপরিদর্শককে (এসআই) মামলাটি তদন্ত করতে দেওয়া হয়েছে। তিনি তদন্ত করে ব্যবস্থা নেবেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।