মুরব্বি মুরুব্বী মুরুব্বী….
এক মুরব্বি কইলো যেদিন থাইকা টাকার ভিত্রে মানুষের ছবি দেয়া শুরু হইছে. সেদিন থাইকা নাকি টাকার বরকত কইমা গেছে। তাই...
এক মুরব্বি কইলো যেদিন থাইকা টাকার ভিত্রে মানুষের ছবি দেয়া শুরু হইছে. সেদিন থাইকা নাকি টাকার বরকত কইমা গেছে। তাই...
১। কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না বিশেষ করে কান্নারত কোন নারীকে । ২। কারো কাছ থেকে টাকা নেওয়া বা দেওয়া...
ফেনী জেলা, সোনাগাজী উপজেলার কৃতি সন্তান ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে সভাপতি এবং ইউকে যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মনির...
জানখালীউলুবাড়িয়া হামিদিয়া দাখিল মাদ্রাসা এবং জানখালী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে রাজুআহমেদ বিবেচিত। পিরোজপুর জেলার মঠবাড়িয়া...
ঠাকুরগাঁওয়ে একদিনে ৩ আত্মহত্যা জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে এক যুবক, এক কিশোরী ও এক শিশু আত্মহত্যা করেছে। প্রথম আত্মহত্যার ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের লস্করা গ্রামে। জানা গেছে, পারিবারিক কলহের জেরে গতকাল শনিবার (২২ মার্চ) রাতে রাজু আহমেদ (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয়রা জানান, রাজু আহমেদ দুই বছর আগে লস্করা পুকুরপাড়ার আব্দুল খালেকের মেয়ে রানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন তিনি। গতকাল শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে দুজন আলাদা ঘরে ঘুমাতে যান। আজ রবিবার (২৩ মার্চ) সকালে স্ত্রী রানী স্বামীকে ডাকতে গিয়ে দরজা বন্ধ পান। পরিবারের সদস্যরা দরজা ভেঙে দেখেন, রাজু ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শহিদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই রাজু আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’ দ্বিতীয় ঘটনাটি ঘটে সদর উপজেলার আকচা ইউনিয়নে। পূজা রানী (১৫) নামের এক কিশোরী নিজঘরে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। তবে কী কারণে এই কিশোরী আত্মহত্যা করেছে, সে বিষয়ে নিশ্চিত নয় পরিবার। পুলিশ জানায়, কিশোরীর আত্মহত্যার কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে। তৃতীয় ঘটনাটি ঘটেছে পীরগঞ্জ উপজেলার করনা ছোট মহেশপুর গ্রামে। মা বকাবকি করায় অভিমানে আত্মহত্যা করেছে আসাদুল (১১) নামের এক শিশু। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২২ মার্চ) রাতে আসাদুল তার মায়ের কাছে খাবার চাইলে মা বকাঝকা করেন। এতে অভিমান করে সে বাড়ি থেকে কিছু দূরে গিয়ে গাছের ডালে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। আজ রবিবার (২৩ মার্চ) সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পীরগঞ্জ থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। মায়ের সামান্য বকাঝকায় শিশুটি আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে আরো তদন্ত করা হচ্ছে।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীর্ঘদিন থেকে পরিষদে অনুপস্থিত থাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (২৩ মার্চ) দুপুরে...
Our Visitor
Users Today : 37
Users Yesterday : 45
Total Users : 26564133
Views Today : 142
Views Yesterday : 168
Total views : 26732608
Who's Online : 5
Server Time : 2025-03-24
Our Visitor
Users Today : 37
Users Yesterday : 45
Total Users : 26564133
Views Today : 142
Views Yesterday : 168
Total views : 26732608
Who's Online : 5
Server Time : 2025-03-24
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob