সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান)প্রতিনিধি:মানবতার সেবায় বাংলাদেশ সেনা বাহিনী।আলীকদম সেনা জোনের উদ্যোগে লামায় শীতবস্ত্র বিতরণ কার হয়েছে।১২ ফেব্রুয়ারী শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের লুলাইংমুখ বাঙ্গালি বাজারে অসহায় শীতার্ত ও শিশুদের মাঝে এ শীতবস্ত্র বিতরন করা হয়। আলীকদম সেনা জোনের উপ অধিনায়ক বিএ ৭৩০২ মেজর জোবায়ের মোহাম্মদ খালেদ হোসেন (২৩ বীর) এর নেতৃত্বে এসব শীতবস্ত্র বিতরন হয়।
সুত্র জানায়, প্রচন্ড শীতে গরীব,অসহায় ও শিশুরা জেঁকে বসলে আলীকদম সেনা জোন বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করতে শুরু করেন ।এ ধারাবাহিকতায় উপজেলার গজালিয়ার লুলাইংমুখ বাঙ্গালি বাজারে শনিবার সকল শ্রেনি পেশার মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপ-অধিনায়ক বিএ ৭৩০২ মেজর জোবায়ের মোহাম্মদ খালেদ হোসেন (২৩ বীর) এর নেতৃত্বে এসময় অসহায় ৬০ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও ৮৫ জন শিশুদের গরম কাপড় বিতরন করেন আলীকদম সেনা জোন। উৎফুল্ল হয়ে এসব সামগ্রী গ্রহন করেন স্থানীয়রা। গরম কাপড় পেয়ে অনেক আনন্দিত শিশুসহ পাহাড়ী বাঙ্গালিরা।
৩৬ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক
নাটোর: নাটোরের সিংড়ায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের কাছ থেকে ৩৬ লাখ ৯৪ হাজার...