ক্রীড়া প্রতিবেদক
সৌহার্দ-ভ্রাতৃত্ব কামনায় বর্ণাঢ্য উদ্বোধনীর মধ্যে দিয়ে শুরু হচ্ছে আরপিএল (রয়েল প্রিমিয়ার লিগ)-এর দ্বিতীয় আসর। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আগামী ৫ অক্টোবর শিরোপার মোড়ক উন্মোচনের করা হবে। আগামী ১৫ অক্টোবর রাজধানীর দক্ষিণখান এস আলম স্টেডিয়ামে ১৪ দলের অংশগ্রহণে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফর্মেটের আরপিএল। গত আসরের ব্যাপক জনপ্রিয়তার কারণে এবার বেড়েছে দল ও প্রাইজমানি। আরপিএলের প্রথম আসরে অংশগ্রহণ করে বাড্ডা নির্মাণ একাডেমি, ক্রিকেট হকার্স, ধানমন্ডি ব্লুজ ক্রিকেট টিম, ইনটেন্স ক্রিকেট একাডেমি, ট্যালেন্ট হান্ট, রয়েল রেঞ্জার’স, ঢাকা টাইগার্স এবং ওল্ড ভেনমস। আট দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টে বাড়তি আকর্ষণ ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তালিকাভুক্ত তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ। টি-টোয়েন্টি এই টুর্নামেন্টে জাতীয় দল ও প্রথম শ্রেণির প্রতিনিধিত্ব করা ইলিয়াস সানী, আল-আমিন হোসেন, রিপন মন্ডল (অনূর্র্ধ্ব ১৯), আকাশ, তুষার, শাকের, তালুকদার মুন, সাগরদের মতো ক্রিকেটারদের খেলা উপভোগ করেছিলো গতবারে মাঠে আসা দর্শকেরা। আমেরিকার জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট রয়েল প্রিমিয়ার লিগে (আরপিএল) প্রথমবারের মতো বাংলাদেশে গত আয়োজিত হয়েছিলো। এবার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা রাখা হয়েছে প্রাইজমানি। এদিকে আরপিএল শুরু হওয়ার ঘোষণার পর থেকে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক চাঞ্চল সৃষ্টি হয়েছে।
উপদেষ্টা মাহফুজের মন্তব্যের ‘তীব্র প্রতিবাদ’ জানিয়েছে দিল্লি
১৯৪৭ পূর্ববর্তী সময়ে অখণ্ড বাংলার মানচিত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ফেইসবুক পোস্টের ‘তীব্র প্রতিবাদ’ জানিয়েছে ভারত সরকার।...