কোভিড-১৯ মহামারি প্রজেক্টের জন্য এনজিও সংস্থা সীমান্তিক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কল সেন্টারের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীদের ডাকযোগে আবেদন করতে হবে।
পদের নাম : কল সেন্টার অ্যাসিস্ট্যান্ট। পদের সংখ্যা : ৩৭টি। আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান বিষয়ে ডিগ্রি থাকতে হবে।
কল সেন্টার অ্যাসিস্ট্যান্ট বা অফিস প্রোগ্রামের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত হলে বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, রাজবাড়ী ও সুনামগঞ্জ জেলায় কাজের আগ্রহ থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে নির্ধারিত সময়ের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ২০০০০ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা হবে প্রদান করা হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পাঠাতে হবে এক্সিকিউটিভ ডিরেক্টর, সীমান্তিক , ৫৭৯-৫৮০, শামীম সরণি, শেওরাপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬ বরাবর।