মো: রকিবুল ইসলাম রুবেল, অভয়নগর (যশোর) প্রতিনিধি-
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২১ উপলক্ষে গতকাল অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে আালোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পীরজাদা শাহ ফরিদ জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,অভয়নগর উপজেলা মা: শিক্ষা অফিসার মো:শহিদুল ইসলাম, অভয়নগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আ:মতলেব সরদার,সহ সভাপতি মো:মাহবুব হোসেন,সা:সম্পাদক সুনীল দাস,সদস্য রাফেজা খাতুন,অভয়নগর থানার ওসি(তদন্ত) মিলন কুমার মন্ডল,বিভার প্রতিষ্ঠাতা সুকুমার ঘোষ,বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সহকারী পরিচালক ফারুক হোসেন। দিবসের সূচনা লগ্নে জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় সঙ্গীত পরিবেশন,মানব বন্ধন,দুর্নীতি বিরোধী ফেস্টুন উড়ানো,বাণী সম্বলিত ড্রপ ডাউনব্যানার টাঙানো হয়। সব শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা বলেন, অনিয়ম,অন্যায়,অনৈতিক লেনদেন বন্ধ করতে গণসচেতনতা ও দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে প্রত্যেকের মধ্যে।
একযোগে সাড়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজধানীসহ সারাদেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের...