আপনারা যে আমাকে কতটা ভালবাসেন তিনবারের বিজয়ই তার উদাহারণঃ দেলোয়ার প্রধান

ফুলেল অভ্যর্থণা জানিয়েছে ১নং নয়ানগর এলাকাবাসী।

নিজস্ব সংবাদদাতাঃ
সদ্য অনুষ্ঠিত কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে হ্যাট্ট্রিক বিজয়ী
চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধানকে ফুলেল অভ্যর্থণা জানিয়েছে ১নং
নয়ানগর এলাকাবাসী। শনিবার সন্ধায় নয়ানগর এলাকার সমাজ সেবক হাজী
সামসুদ্দিন প্রধান,মোঃ আমান উল্লাহ,মোঃ নূরন্নবী ও রাকিবুল হাসানের
নেতৃত্বের একটি চৌকশ দল কান্দিপাড়াস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তাকে এ
অভ্যর্থনা জানান। এ সময় দেলোয়ার হোসেন প্রধান সংবর্ধণা প্রদানকারীদের
উদ্দেশ্যে বলেন,আমার তিন তিনবার চেয়ারম্যান হওয়ার কৃতিত্ব সব আপনাদের।
আপনাদের ভালবাসা আমাকে আপ্লুত করেছে চিরঋৃনী করে দিয়েছে জানিনা আপনাদের
ঋৃন কোন দিন শোধ করতে পারব কি না। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন
আপনাদের ভোটের মর্যাদা বজায় রাখতে পারি। পাশপাশি আরো দোয়া করবেন আমি যেন
আপনাদের ভোটের খেয়ানত না করি। আপনারা যে আমাকে কতটা ভালবাসেন তিনবারের
বিজয়ই তার উদাহারণ।

Exit mobile version