ঈদের কবিতা—-চাঁদনী -বিচিত্র কুমার

ছোট্টবেলা তোমার সাথে দেখেছিলাম চাঁদ
সেদিন ছিলো জোছনা ঝরা আলোকিত রাত;
তুমি আমি অবুঝ ছিলাম চাঁদ কেন ওই বাঁকা
হঠাৎ করে আমরা দুজন হারিয়ে গেলাম একা।
ছুটতে ছুটতে দুজনেই জানি না-
কবে এসে পৌঁছেলাম উতলা যৌবনে;
রঙিনস্বপ্ন হাতছানি দেয় প্রতি ঈদের ছুটিতে
গুনগুনিয়ে ভ্রমর গায় কোকিল ডাকে বনে।
বন অরণ্যে এখন শুধু তোমাকেই খুঁজি
কোথায় তুমি? কোথায় তুমি?
হয়তো তুমি রঙিন আকাশে প্রজাপতির মতো
ফুরফুর করে উড়ছো সেটা জানি আমি।
তোমার মুখশ্রী খুব মনে পড়ে চাঁদনী
এবার ঈদে তুমি কেন আসোনি?
উজ্জ্বলতার হাসি তুমি হৃদয়ের একবিন্দু তৃপ্তি
তুমি আমার প্রথম ভালোবাসা দুচোখের দীপ্তি।
নামঃ বিচিত্র কুমার
গ্রামঃ খিহালী পশ্চিম পাড়া
পোস্টঃ আলতাফনগর
থানাঃ দুপচাঁচিয়া
জেলাঃ বগুড়া
দেশঃ বাংলাদেশ
Exit mobile version