কামারগাঁ ইউপি উদ্যোক্তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিয়োগ

চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদের কাছে আবেদন করেছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের কাঁমারগা ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোক্তা মাইনুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, সদ্য বিদায়ী ইউপি চেয়ারম্যান মসলেম উদ্দিন প্রামানিকের মদদে তিনি নানা অজুহাতে সেবা প্রার্থীদের জিম্মি করে অর্থবাণিজ্য করেছেন, তবে ইউপি চেয়ারম্যানের ভয়ে এতোদিন মুখ খোলার সাহস পায়নি। কিন্ত্ত চেয়ারম্যান মসলেমের বিদায়ের পর উদ্যোক্তার বিরুদ্ধে সাধারণ মানুষ মুখ খুলতে শুরু করেছে, এতে তার নানা অনিয়ম প্রকাশ পাচ্ছে। তারা বলেন, বেপরোয়া অর্থ আদায় ও ইচ্ছে করে সময় ক্ষেপণের কারণে সেবা নিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। টাকার কারণেই অনেক অভিভাবক এখনো জন্মসনদ সংশোধন করাতে পারেননি। এদিকে স্থানীয়রা উদ্যোক্তা মাইনুল ইসলামকে অপসারণ করে নতুন উদ্যোক্ত নিয়োগের জন্য নবনির্বাচিত চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদের কাছে আবেদন করেছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র  বলেন, ‘আমার বাবা-মা এবং আমার জন্ম সনদ সংশোধনের জন্য কামারগাঁ ইউনিয়ন পরিষদে এসেছিলাম। ইংরেজি সংশোধনের জন্য তারা আমার কাছ থেকে ৬০০ টাকা নিয়েছে। এ ছাড়া বাবা-মায়ের নাম ও জন্মতারিখের দুই জায়গায় ভুল থাকায় আরও ৩০০ টাকা নিয়েছে। এক রকম বাধ্য হয়েই টাকা দিয়ে সনদ নিতে হচ্ছে শিক্ষার্থী-অভিভাবকদের। তবে এবার জনবান্ধব রাজনৈতিক নেতা কামারগাঁ ইউপি আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী ফরহাদ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এসব অনিয়ম থেকে পরিত্রাণের পাশাপাশি তারা অনেক বেশী সেবা প্রত্যাশা করছেন। এবিষয়ে কামারগাঁ ইউপি সচিব আব্দুর রাজ্জাক বলেন, বিদায়ী চেয়ারম্যানের সময় উদ্যোক্তার বিরুদ্ধে অনেক অভিযোগের কথা শোনা গেছে, তবে কেউ লিখিত অভিযোগ করেনি,  কিন্ত্ত তার পরেও আমি  উদ্যোক্তার সঙ্গে কথা বলে তাকে সতর্ক করেছি। নির্দিষ্ট সময়ের মধ্যে সেবাপ্রার্থীরা যেন সনদ পায়। এবিষয়ে জানতে
চাইলে উদ্যোক্তা মাইনুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, একটি বিশেষ মহল তাকে এখান থেকে সরাতে তার বিরুদ্ধে এসব অপপ্রচার করছে। এবিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ বলেন, আগে কি হয়েছে না হয়েছে সেটা তার কোনো বিষয় না তবে তার সময়ে কোনো অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। তিনি বলেন, তার সময়ে ইউপি ভবন হবে শতভাগ জনবান্ধব এবং একটি মডেল ইউনিয়ন উপহার দেয়া হবে ইনশাল্লাহ্।#
Exit mobile version