কুষ্টিয়ায় এবার এক্সক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের বাড়ি। বুধবার রাত ১০টার পরে শহরের পিটিআই সড়কের বাড়ির সামনে ছাত্র-জনতা অবস্থান নিয়ে ভাঙচুর শুরু করেন।
পরে একটি এক্সক্যাভেটর নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দেওয়া হয়।
এর পরপরই কুষ্টিয়া শহরে মশাল মিছিল বের করেন ছাত্র-জনতা এবং সেøাগান দিতে থাকেন ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’। এ সময় বাড়ির সামনে অনেকে ভিড় করেছে। এর আগে ৪ ও ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর ভাঙচুর করা হয়েছিল।
পাশাপাশি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খানের কুষ্টিয়া জেলার কদমতলায় অবস্থিত বাড়ি ভাঙচুর চলে।
শেষ খরব পাওয়া পর্যন্ত তারা মশাল মিছিলসহ মূল শহরের দিকে চলে যায়।
নাহিদ ইসলাম শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়
পুরোনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির...