মো: মাসুদ রানা,কচুয়া ॥
চাঁদপুরের কচুয়ায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন,নভেম্বর মাসে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা এসআই মামুনুর রশিদ সরকার,জেলার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী কর্মকর্তা এসআই আবু ফয়সাল এবং এএসআই মফিজুল ইসলাম সরকারকে জেলার শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে। রবিবার সকালে চাঁদপুর পুলিশ লাইনসে মাসিক কল্যাণ সভায় জেলার শেষ্ঠ অফিসারদের হাতে পুরস্কার তুলে দেন, জেলা পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
এদিকে জেলায় শ্রেষ্ঠ পুরস্কার পাওয়ায় চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিলন মাহমুদ ও কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন সহ সকল কর্মকর্তাকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। এসময় চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার,সহকারী পুলিশ সুপার ও জেলার বিভিন্ন উপজেলার থানা কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদের ১২৪ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১১৭ ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (৩ মার্চ)...