চিপস দিয়ে সাজানো হলো বরযাত্রীর গাড়ি!

বিয়েতে ব্যতিক্রম কিছু করার ইচ্ছা ছিল। ভাবলাম, ফুলের পরিবর্তে চিপস কিংবা চকলেট দিয়ে বরযাত্রীর গাড়ি সাজালে বাচ্চারাও আনন্দ পাবে।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জাহিদ হাসান নামে এক সৌদি প্রবাসী তার বিয়েতে বরযাত্রীর গাড়ি চিপসের প্যাকেট দিয়ে সাজিয়েছেন।

সোমবার রায়পুর নিউ মার্কেটের সামনে এমনই দৃশ্য চোখে পড়ে। গাড়িতে চিপসের প্যাকেটের পাশাপাশি গোলাপ ফুল, ঝালমুড়ি, মটরভাজা ও চকলেটের প্যাকেটও ছিল।

বর জাহিদ হাসান বলেন, আমার বিয়েতে ব্যতিক্রম কিছু করার ইচ্ছা ছিল। ভাবলাম, ফুলের পরিবর্তে চিপস কিংবা চকলেট দিয়ে বরযাত্রীর গাড়ি সাজালে বাচ্চারাও আনন্দ পাবে।

জাহিদ রায়পুর উপজেলার মধ্য চরপাতা গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। সৌদি আবর থেকে ছুটিতে এসে তিনি বিয়ে করেছেন।

কনে সানজিদা আক্তার উপজেলার হায়দরগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি হায়দরগঞ্জ মডেল কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।

Exit mobile version