বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ২৭ আগস্ট সকাল ৮.৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী ছাড়াও দেশবরেণ্য বুদ্ধিজীবীগণ অংশগ্রহণ করবেন।
বিকাল ৪টায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ৫১, ৫১/এ পুরানা পল্টন, ঢাকায় ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’ শীর্ষক আলোচনাসভা এবং কবির আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী ছাড়াও সমমনা বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। কর্মসূচিতে যথাসময়ে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্যে অনুরোধ করা হয়েছে।