গোপাল চন্দ্র রায়- ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে।
সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে কৃষি প্রণোদনার আওতায় রবি(২০২১-২০২২) অর্থবছরে বোরো উফসি ও বোরো হাইব্রিড বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম। এসময় উপস্থিত ছিলেন,ডোমার থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান প্রমূখ।
উপজেলার ১হাজার ৪শত জন চাষির মাঝে বোরো উফশী ৫কেজি ধানবীজ, ১০কেজি ড্যাব, ১০কেজি মোব সার এবং ৩হাজার চাষির মাঝে বোরো হাইব্রিড ২কেজি ধানবীজ,বিতরন করা হয়।
#