তানোরের বাধাঁইড় ইউপি চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ

দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের বাধাঁইড় ইউনিয়নের (ইউপি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান দায়িত্বভার গ্রহণ করেছেন। এদিকে দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ২৩ ডিসেম্বর বৃহস্প্রতিবার ইউপি আওয়ামী লীগের উদ্যোগে ইউপি ভবন চত্ত্বরে আয়োজিত দায়িত্বভার গ্রহণ, সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমির হোসেন আমিন, কামারগাঁ ইউপি আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, আওয়ামী লীগ নেতা সাদেকুল ইসলাম, রবিউল ইসলাম মাস্টার, কামাল উদ্দিন ও শামসুল ইসলাম প্রমুখ। এছাড়াও সকল ইউপি সদস্য এবং সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণ। এদিন ইউপি সচিব মমিনুল ইসলাম নবনির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমানকে দায়িত্বভার বুঝিয়ে দেন। এ সময় আতাউর রহমান বলেন, বাধাঁইড় ইউপির জনসাধারণ তাকে পর পর দুইবার বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করায় তিনি ইউপিবাসীর কাছে ঋণী ও চির কৃতজ্ঞ। তিনি বলেন, ইউপিবাসী যে প্রত্যাশা নিয়ে তাকে পর পর দুইবার চেয়ারম্যান নির্বাচিত করেছেন। স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের সহযোগীতা নিয়ে তিনি ইউপিবাসীর সেই প্রত্যাশা পুরুণ করবেন ইনশাল্লাহ্।#
Exit mobile version