তানোরে রাব্বানীর শুভেচ্ছা ফেষ্টুন নিয়ে সমালোচনার ঝড়

মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে, উঠেছে সমালোচনার ঝড়।

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোর উপেজলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানীর দেয়া শুভেচ্ছা ফেষ্টুন নিয়ে জনমনে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাসছে ২০২২ ইংরেজী নববর্ষের শুভেচ্ছা সংবলিত গোলাম রাব্বানীর ফেষ্টুন। সেখানে দেখা গেছে, রাজশাহী-১ তানোর-গোদাগাড়ীবাসীকে তিনি ২০২২ ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আগামি জাতীয় সংসদ  নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী দাবী করে ফেষ্টুনে বঙ্গবন্ধু, মাননীয় প্রধানমন্ত্রী ও তার পুত্র, সেতুমন্ত্রী এবং রাজশাহী সিটি মেয়রের প্রতিকৃতি (ছবি) দিয়েছেন। কিন্ত্ত স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান এমনকি জেলা বা উপজেলার কোনো নেতার প্রতিকৃতি (ছবি) দেয়া হয়নি। ফলে ফেষ্টুন নিয়ে সেখান থেকেই তৃণমুলে আলোচনা-সমালোচনা, ক্রিয়া-প্রতিক্রিয়ার সুত্রপাত। অনেকে বলছেন, রাব্বানীর ফেস্টুনে যাদের প্রতিকৃতি ব্যবহার করা হয়েছে তারা সবাই জাতীয় নেতৃত্ব, তাহলে তাদের প্রতিকৃতি ব্যবহার করে ফেষ্টুন দিয়ে রাব্বানী কি বোঝাতে চাচ্ছেন তিনি জাতীয় নেতৃত্বে প্রবেশ করতে যাচ্ছেন-? না কি ? স্থানীয বা জেলার নেতৃবৃন্দের তাঁর কোনো প্রয়োজন নাই, না কি ? এর মাধ্যমে তিনি স্থানীয বা জেলার নেতৃত্বকে অবজ্ঞা করেছেন ইত্যাদি হাজারো প্রশ্ন সাধারণের মনে উদয় হয়েছে। আবার কেউ কেউ বলছে, যদি বির্তকের খাতিরে ধরে নিই সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন পাচ্ছেন, তাহলে তার ভোট করবেন কারা ? স্থানীয় বা জেলার নেতৃবৃন্দ না জাতীয় নেতৃবৃন্দ ?  তবে সেটা তো হবার নয়, কারণ এমপিবিরোধীতার নামে নৌকাবিরোধী কর্মকান্ড করে জনবিচ্ছিন্ন হযে রাজনৈতিক অঙ্গন থেকে নির্বাসিত প্রায় ৫ বছর ধরে রাজনীতিতে তার সরব উপস্থিতি নাই তবে ষড়যন্ত্রে রয়েছে। ফলে তানোর-গোদাগাড়ীর মাটিতে দাঁড়িয়ে দু’দশজন নেতাকর্মী নিয়ে চা পান করবেন সেই অবস্থা নাই।
আবার কেউ বলছে, শুভেচ্ছা ফেষ্টুনে স্থানীয় নেতৃত্বের প্রতিকৃতি না দিয়ে স্থানীয় নেতৃত্বকে তাচ্ছিল করেছে যার চরম মুল্য দিতে হবে রাজনীতির মাঠে নামলে,  কেউ বলছে, রাজনীতিতে চরম দেউলিয়া হয়ে তাঁর পাঁয়ের নিচে মাটি নাই,
জাতীয় নেতাদের প্রতিকৃতি ব্যবহার করে তাঁর পাঁয়ের নিচে মাটি খোঁজার চেষ্টা করছে। কেউ বলছে দেনাদারদের কাছে নিজের বিশেষ অবস্থানের কথা জানান দিতে এসব করছে। এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোন বন্ধ থাকায় গোলাম রাব্বানীর কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।#
Exit mobile version