দিনাজপুরে জেএসকেএস’র উদ্যোগে সেবাদানকারী সংস্থাসমূহের সাথে সমন্বয় সভায় সদর ইউএনও

স্টাফ রিপোর্টার ॥ ৩০ এপ্রিল মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ঝানজিরা সমাজকল্যাণ সংস্থা- জেএসকেএস দিনাজপুরের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় দলিল জনগোষ্ঠীর উন্নয়নে দলিত ইয়ুথ ফর ডিগনিটি (ডিওয়াইডি) প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে সেবাদানকারী সংস্থাসমূহের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
জেএসকেএস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আরোজ উল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মামুন চৌধুরী, উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ রাজিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে- কেয়ার অফিসার রেজভিন শারমিনাজ ইসলাম। মুক্ত আলোচনা করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ট্রেনিং ইনচার্জ মোঃ খাদিমুল ইসলাম, দিনাজপুর জেলা রবিদাস সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি দিলচাঁদ রবিদাস, সাধারন সম্পাদক অশোক রবিদাস, উপকারভোগী মুক্তি কর্মকার ও চন্দন কুমার। প্রকল্পের বিষয়বস্তু তুলে আলোচনা করেন জেএসকেএস’র প্রোগ্রাম অফিসার মর্জিনা রুপা। বক্তারা বলেন, দলিত যুব নেতৃত্ব বিকাশের মাধ্যমে ক্ষমতায়ন করা সম্ভব। যাতে তারা সক্রিয় নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং দলিত জনগোষ্ঠীর মর্যাদা প্রতিষ্ঠায় উপজেলা সেবাদানকারীদের সাথে অনুঘটক হিসেবে কাজ করতে পারে। আমরা মনে করি রাষ্ট্রের সাথে মুল ধারা বা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী দলিত জনগোষ্ঠীকে সামাজিক, রাজনৈদিক ও অর্থনৈতিক তাদের পূর্ণ অংশগ্রহণ করাতে পারলে তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে।

Exit mobile version