মোঃ আশরাফুল আলম দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার প্রিন্টও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশ গ্রহনে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “প্রেস কাউন্সিল আইন” আচরণ বিধি ও সাংবাদিকতার নীতিমালা শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট (সোমবার) দিনাজপুর সার্কিট হাউজ কনফারেন্স রুমে জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নসহ সার্বিক কল্যাণে কাজ করছে প্রেস কাউন্সিল। প্রকৃত সাংবাদিকদের পরিচয় উদ্ভাবন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাংবাদিকদের ডাটাবেজ তৈরি চলমান রয়েছে।
তিনি আরো বলেন, প্রেস কাউন্সিল সাংবাদিকদের পরিচয়পত্র প্রদান করবে এবং এ পরিচয়পত্রই হবে সাংবাদিকদের একমাত্র পরিচয়পত্র। যে পরিচয়পত্র দেখে সব সেক্টর নিশ্চিত হবে যে এ পরিচয়পত্র বহনকারী একজন প্রকৃত সাংবাদিক। আর পত্রিকা অফিস যে পরিচয়পত্র প্রদান করবে তা হবে তাদের অফিসিয়াল পরিচয়পত্র।
সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ‘সাংবাদিকতার শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হতে হবে। এখন পর্যন্ত যারা ন্যূনতম পাঁচ বছর কিংবা তার অধিক সময় ধরে সাংবাদিকতা করছেন তাদের ক্ষেত্রে নয়। তবে নতুন করে যারা সাংবাদিকতায় আসছেন বা আসবেন তাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে।’
তিনি বলেন, ‘প্রেস কাউন্সিলকে আরো আধুনিক করতে সবধরনের সহযোগিতা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করলে প্রকৃত সাংবাদিকরা সুফল পাবেন এবং আমরা সফল হবো।’
চেয়ারম্যান আরো বলেন, ‘সম্পাদকরা ডাটাবেজ তৈরির জন্য প্রেস কাউন্সিলে সাংবাদিকদের নাম পাঠাতে চায় না। কারণ নাম পাঠালে বেতন দিতে হবে। ঢাকার ৩-৪টি পত্রিকা ছাড়া কেউ ওয়েজ বোর্ড মানে না।’
উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, দিনাজপুর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রোস্তম আলী, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল হুদা দুলাল প্রমুখ।
এসময় দিনাজপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।