দিনাজপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ

জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র দিনাজপুর পৌর যুব দলের সদস্য সচিব মো. শাহনেওয়াজ হোসেন মিন্টু’র উদ্যোগে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী-২০২৫) সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর আদালত চত্বরসহ শহরের বিভিন্ন স্থানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে নেতারা রাষ্ট্র বিনির্মাণে জনগণের সহযোগিতা কামনা করেন। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে। এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র উপদেষ্টা এ্যাড. মো. আনিসুর রহমান চৌধুরী, জেলা যুবদলের সাবেক আহবায়ক ও জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক (্১) মো. জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মান্নান সরকার, পৌর যুবদলের সদস্য সচিব মো. শাহনেওয়াজ হোসেন মিন্টু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর ইউনিটের যুগ্ম সম্পাদক এ্যাড. ফিরোজ ইব্রাহিম, জেলা যুবদলের সহ-সভাপতি এ্যাড. সাদিব বিন নাসের, যুবদল নেতা এ্যাড. রেজাউল ইসলাম, এ্যাড. রেজাউল হক। আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা জুলহাজ, সুমন, রসুল আলী, শাহ আলম, চকমল, বদরুজ্জামান, জুম্মান, ফাগুন প্রমুখ।##

Exit mobile version