স্টাফ রিপোর্টার ॥ ২৩ নভেম্বর শনিবার বীরগঞ্জ উজেলার বাসিন্দা জেলা পরিষদ কর্তৃক লীগ গ্রহিতা বাক প্রতিবন্ধী বিপ্লব কুমার দাসের একমাত্র অবলম্বন দোকান ঘরটি ফেরত পেতে দিনাজপুর-২০ বীর আর্মি ক্যাম্পের অধিনায়ক বরাবর আবেদন করেছেন তার বড় ভাই অরুন কুমার দাস।
আবেদনে তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে দিনাজপুর জেলা পরিষদ রোডের ধারে জায়গা লীজ নেওয়া শুরু করে ঠিক সেই সময় আমার পিতা অরবিন্দ চন্দ্র দাস ৭৪০ বর্গফুট জায়গা লীজ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার মৃত্যুর পর তার পুত্র বাক প্রতিবন্ধী বিপ্লব কুমার দাস প্রতি বছর লীজ নবায়ন ও লীজের যাবতীয় শর্ত মেনে একটি দোকান করে ব্যবসা পরিচালনা করে পরিবার পরিজন নিয়ে বেঁচে ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে এলাকার প্রভাবশালী ব্যক্তি মোঃ আইয়ুব আলী, মোঃ আব্দুস সালাম ও শাহ্ নেওয়াজ সরকার গোলাম তার দোকান ঘরটি ভেঙ্গে দেয়। এব্যাপারে বিপ্লব কুমার দাস জেলা পরিষদে অভিযোগসহ আদালতে মামলা দায়ের করে কোন ফল না পেয়ে সু-বিচারের জন্য দিনাজপুর আর্মি ক্যাম্পের অধিনায়ক বরাবর অভিযোগ দাখিল করেছেন। ইতিমধ্যে জেলা পরিষদ বিষয়টি কি এক অজ্ঞাত কারণে সমাধান না করে শতর্কিকরণ একটি সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়েছে। এব্যাপারে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন বাক প্রতিবন্ধী বিপ্লব কুমার দাস।