দ্রব্যমূলের দুর্গতি

কবিতা
কবি কে এম তোফাজ্জল হোসেন জুয়েল
রাজারা উজিরা সব মাকাল ফল দিল্লিকা
লাডু এদেশ ওদেশে সম্পদের পাহাড় করছে
ভারি মোরছে সাধারন মানুষ পারছেনা খেতে
আজ অনেক আশায় হাতে নিয়ে থলি !!
বাজারেতে চলিতেছে দু পায়ে হাটি হাটি
দ্রব্যমূল্যের দাম শুনে দু’নয়ন গরিবের
জলে ভাসে মনটা ভেঙ্গে যায় তখনি সাধে
যা জোটে টুকিটাকি তাই কিনে শেষে নিয়ে
এল লাল শাক দুয়াটি গিন্নি দেখে তা ফুলে
ফেপে তিন ঘা মেরে দিল তখনই !!
পাড়াতে মহল্লাতে পড়ে গেল হইচই সাড়া
শোরগো ঢোলে ঢোলে পড়ে গেল বাড়ি
জেনে গেল লোকজন এদেশের সিন্ডিকেটের
কাহিনী দ্রব্যমূল্যের বৃদ্ধি দেখে সব শ্রেণীর
মানুষের মাথায় হাত তখনি হায় হায় কমে !!
গেছে মাথাপিছু আয় উপার্জন তাই নিয়ে বসে
বসে বাড়ির কর্তা ভাবছে সারাক্ষণ দ্রব্যমূল্যের
বৃদ্ধি দেখে দিবা রাতি খায় না ভাত চাচা চাচি
বৌদি বলে আন আন খাব এটা ওটা ভালো-মন্দ
সব বেটে বাংলাদেশের বাজার গুলিতে বাজার
আকাশ ছোঁওয়া দাম !!
সংসারে জোগান দিতে ঝরছে মাথায় ঘাম
এত দুর্গতি মূল্য বৃদ্ধির গতির এখন নাক
লজ্জা নাই মুখ থুবড়ে পড়ছে  তাই অর্থনীতি
মানুষের পকেটে টাকা নাই পয়সা নাই
দ্রব্যমূল্যের বৃদ্ধি দেখে ভেংচি ভাঙ্গায় ফকির !!
ফল সবজি জামাকাপড় মাছ আর মাংস বাড়তি
দাম কিনতে কিনতে ঘরের টাকা হচ্ছে যে সব
ধ্বংস ভোজ্য তেলের মূল্য অধিক গ্যাসের দামও
হাই চালটাও বৌদির হাঁড়িতে গরম জলে ফোটে
আর গান গাই বাড়ছে না রোজই তাই আত্মকাহন
লাশের উপরে লাশ দ্রব্যমূল্যের বৃদ্ধি দেখে ভাগছে
মাটির মানুষ সব দেশ থেকে আজ সংসারে নিত্য !!
অভিযোগ নুন আনতে পান্তা ফুরোয় বাড়ছে যে
প্রতিদিন  দুর্ভোগ দ্রব্যমূল্যের বৃদ্ধি দেখে কুত্তাও
করে ঘেউ ঘেউ দ্রব্যমূল্যের বৃদ্ধি দেখে হচ্ছে মনে
ভয় সমাজে ঘটতে পারে নানান ধরনের বিপর্যয়
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি খাচ্ছি পাতার শাক !!
দেশের মগজ খাচ্ছে গিলে চিল শকুন আর কাক
কাকের কপাল সিঁদুর মাখা ইঁদুর খেয়ে বাঁচে
এই কাকেরা দেশটা গিলে তাক ধিনাধিন নাচে
আহা  মজার মজার খেয়ে তাক ধিনা ধিন্না নাচে
ওরা অন্যের কষ্ট দেখে কীর্তন ভজন ধরে  !!
Exit mobile version