এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ ❝তোমার আমার বাংলাদেশে,ভোট দিব মিলেমিশে❞ প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে ৭ম জাতীয় ভোটার দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২ মার্চ) সকাল ১১ ঘটিকায় সময় বর্ণাঢ্য র্যালী শেষে বিরামপুর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে বিশেষ আলোচনার জন্য উপস্থিত হয়। এসময় একাডেমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম’র সঞ্চালনায় ও
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন’র সভাপতিত্বে ৭ম জাতীয় ভোটার দিবসের আলোচনা হয়ে। অত্র আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) জোবায়ের হোসেন,যুব অফিসার এনামুল হক চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, মৎস অফিসার সালমা আক্তার সুমি, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ আলম,আজকালের খবরের বিরামপুর প্রতিনিধি মিজানুর রহমান মিজান সহ প্রমুখ গন। এসময় উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ,সুধীবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ,স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।