প্রয়াত তৈয়বুল সালাম (সাজু) চট্টগ্রামের রাউজান উপজেলার অন্তর্গত সুলতানপুরের মরহুম আবদুল সালামের দ্বিতীয় পুত্র এবং সীতাকুণ্ডের ছোট কুমিরাস্থ মরহুম নাদের আলী চৌধুরীর নাতি বলে জানা গেছে।
আগামীকাল ২ মার্চ বুধবার বিকেল ৫ টায় বাংলাদেশিদের পরিচালনাধীন মসজিদ আইসিসিএম (মেডফোর্ড) মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন ইসলামিক কালচারাল সেন্টার অফ মেডফোর্ডের পরিচালনা বোর্ডের প্রেসিডেন্ট হুমায়ুন মোর্শেদ।তৈয়বুল সালাম (সাজু)’র আকস্মিক মৃত্যুতে বোষ্টন প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মিসহ বোষ্টন প্রবাসী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন এবং একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।