অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে হাসপাতাল চত্বরে কেক ও ফিতা কেটে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথিরা। পরে প্রদর্শনী স্টল পরিদর্শন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মোছা. মারিয়াম খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা। এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদ আলম, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক ও খামারীরা বক্তব্য রাখেন।
প্রদর্শনীতে বিশেষ ও উন্নত জাতের বিভিন্ন গৃহপালিত পশু ও পাখি সহ ভেটেরিনারি প্রযুক্তি ও সামগ্রী ৩৯ টি স্টলে প্রদর্শন করা হয়।
#
শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি - পত্নীতলায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেভেটেনারী হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ এর দিনব্যাপী প্রদর্শনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। "প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্য কে সামনে রেখে প্রাণিসম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায়…
অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে ভেড়া ও ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বৃহস্পতিবার সকালে উপজেলার অতি দরিদ্র ৮৫ নৃগোষ্ঠী পরিবারের…