মগবাজারে ডেঙ্গু বিস্তার রোধে সচেতন নাগরিক ফোরামের মানববন্ধন

ব্যানার, ফেস্টুন নিয়ে ডেংগু সচেতনতায় এক মানববন্ধন

—————————————–
সচেতন নাগরিক ফোরাম হাতিরঝিল থানার ৩৫ নং ওয়ার্ডের গ্রীণওয়ে মহল্লার উদ্যোগে আজ ১২ ডিসেম্বর রবিবার সকাল ৮টায় মগবাজার ওয়্যারলেস রেলগেট রাস্তায় “মশা যাক, মানুষ থাক” শ্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে ডেংগু সচেতনতায় এক মানববন্ধন ফোরামের সভাপতি মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন আলোকিত সমাজ উন্নয়ন সংস্থার হাতিরঝিল এর সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক মু. আতাউর রহমান, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ কর্মী মোঃ ইউছুফ আলী। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল ওয়াহিদ, মানবাধিকার কর্মী ইদ্রিস আলী, যুবনেতা সাইফুল ইসলাম, নবী হোসেন ও শাহ আলমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Exit mobile version