-প্রশান্ত মজুমদার
নিচে চলে গাড়ি-ঘোড়া, রিকশাওয়ালা বাজায় বেল,
মাথার উপর, ক্ষাণিক পর পর, কেবলই আসে-যায় মেট্রোরেল।
তার উপরে উড়ে বেড়ায় বাজপাখি-আর চিল,
তাই না দেখে, খোকাখুকু হাসছেরে খিলখিল।
তার উপরে আকাশেতে উড়ে যায় দেশ-বিদেশের ফ্লাইট,
ঐ সুদূরে মহাকাশে ঘুরে বেড়ায় বঙ্গবন্ধু স্যাটেলাইট।
আরে এমন দৃশ্য, শুধুই কেবল, স্বপ্নে দেখা যায়!
নারে এতো স্বপ্ন নয়, তাইতো দিনের বেলাও দেখা যায়।
স্বপ্ন শুধু স্বপ্ন নয়, স্বপ্নও সত্যি সত্যি সত্যি হয়,
শেখ হাসিনার সময়॥
প্রমিত ভাষার বিরুদ্ধে বাংলাদেশের ফোকলোরিষ্টদের এই ভাষণটি লক্ষ করলে দেখা যাবে প্রতিবাদ ও বিদ্বেষের ভাষার মধ্যে তফাৎটা কোথায় ?
আমাদের আপত্তি নেই যদি খুলনা বিভাগটি পশ্চিম বাংলার সঙ্গে যুক্ত করে চতুর্থ স্বাধীনতা ঘোষিত হয় কারণ সমগ্র খুলনা রাঢ়ি বা...