রংপুর বিভাগীয় প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মা-বাবার কবর জিয়ারত করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিন দিনের ব্যক্তিগত সফরে এসে ১৬ জানুয়ারি বৃহ¯পতিবার সকালে নিজ জেলা ঠাকুরগাঁও শহরের সেনুয়া কেন্দ্রীয় গোরস্থানে কবর জিয়ারত করেন তিনি। এসময় জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে সকাল ৯টা ১৫ মিনিটে ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর হয়ে বিমানে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। জেলা বিএনপির দপ্তর স¤পাদক মামুনুর রশিদ বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে পৈতৃক বাড়ি কালীবাড়িতে এসে পৌঁছান। এরপর বিভিন্ন ব্যক্তিগত কাজে অংশগ্রহণ করেন তিনি।
হাজারীবাগে আগুন নিয়ন্ত্রণে ১২ ইউনিট, উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবি
রাজধানীর হাজারীবাগে একটি ট্যানারির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার...