মিরসরাইয়ে ৬০ কেজি জব্দ ইলিশ গেল এতিমখানায়

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সরকারি নির্দেশনা অমান্য করে বাজারে ইলিশ মাছ বিক্রির অভিযোগে ব্যবসায়ী মানিক দাস (৫৩) ও নন্দলাল দাস (৫২) কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপজেলার বিভিন্ন বাজারে ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়।
মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাসিম আল মাহমুদ জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার করেরহাট, বড়তাকিয়া, মিঠাছড়া ও আবুতোরাব বাজারে ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মিঠাছরা বাজার হতে ব্যবসায়ী মানিক দাস ও নন্দলাল দাসকে ৬০ কেজি ইলিশ মাছসহ আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করে দেওয়া হয়েছে।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, নিয়মিত বাজার মনিটরিং কার্য্যক্রম পরিচালনা করার সময় সরকারি নির্দেশনা অমান্য করে ইলিশ মাছ বিক্রয়ের অভিযোগে ২ মাছ বিক্রেতাকে মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ৫ ধারা অনুযায়ী ২ হাজার টাকা অর্থদ- প্রদান ও ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এসময় বাজারের বিভিন্ন পণ্যের বিক্রেতাদের সঠিক মূল্য তালিকা প্রদর্শন করা ও নির্ধারিত দামে পণ্য বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ইলিশ প্রজনন মৌসুম উপলক্ষ্যে সরকার কর্তৃক চলতি মাসের ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরন, পরিবহন, মজুদ, বাজারজাতকরন, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Exit mobile version