মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আবুরহাট বিজলী
ক্লাবের আয়োজনে ১৮তম বিজলী গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের
ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে
উপজেলার আবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্টের
ফাইনাল খেলা উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিজলী
ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ
সম্পাদক আরিফুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য
রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন।
সংগঠনের সহ-সভাপতি আইয়ুব নবী আলমের পরিচালনায় ফাইনাল খেলার
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, বিজলী
ক্লাবের সাবেক সভাপতি ইমাম হোসেন। এসময় অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ
সোহরাব হোসেন, ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি
জাফর ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নুর উদ্দিন, ইছাখালী
ইউনিয়ন যুবলীগের আহবায়ক আনোয়ারুল ইসলাম মোর্শেদ, ইছাখালী
ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান
জামাল উদ্দিন দুখু, আবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক জাহাঙ্গীর আলম, সংগঠনের পৃষ্ঠপোষক সদস্য নুরুল আলম,
সমাজসেবক রহিম উদ্দিন লিটন প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন
সংগঠনের সভাপতি তৌহিদুল ইসলাম। খেলা পরিচালনা করেন হাসান
শাকিল ও আব্দুল হান্নান। ধারাভাষ্যে ছিলেন নয়ন, আশরাফ আলী থানভী ও
আব্দুল মুমিন রাজু।
ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করে আওছাপ এগ্রো মুহুরী প্রজেক্ট ও এম.এফ
আরএসসি ক্রিকেট একাদশ। প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় আওছাপ
এগ্রো ২ উইকেটে জয়লাভ করে।
টুর্র্ণামেন্টে সেরা বোলার নির্বাচিত হয় বিজয়ী দলের ইফতেখার
এবং ম্যান অব দ্য ফাইনাল, সেরা ব্যাটসম্যান ও ম্যান অব দ্য টুর্র্ণামেন্ট
নির্বাচিত হয় বিজয়ী দলের রিয়াদ।
টুর্র্ণামেন্টের মিডিয়া পার্টনার ছিল মিরসরাইয়ের জনপ্রিয়
অনলাইন টিভি চ্যানেল মিরসরাই টুয়েন্টিফোর টিভি। এবারের
টুর্র্ণামেন্টে মিরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ১৬টি দল
অংশহগ্রহণ করে।