ইমা এলিস/ নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের আবারও সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক বাংলাদেশি তরুণ। গত রোববার (৫ নভেম্বর) ভোররাতে নিউ জার্সিতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে গাড়ির ধাক্কায় মোহাম্মদ রিদোয়ান হক (২৩) নিহত হন। তিনি অ্যামাজনে কাজ করতেন। দুর্ঘটনার এ খবরটি নিশ্চিত করেছেন নিউ ইয়র্কে সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আশ্রাফউদ্দিন। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ওইদিন ভোররাতে নিউ জার্সির কর্মস্থল থেকে স্কুটারে বাসায় ফিরছিলেন রিদোয়ান। এসময় পেছন থেকে আসা একটি গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তিনি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মা-বাবার একমাত্র ছেলে রিদোয়ান বসবাস করতেন নিউ ইয়র্কের ব্রুকলিনে পরিবারের সঙ্গে। তার বাবা মো. আনসারুল হক খোকন বহু বছর আগে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে যুক্তরাষ্ট্রে আসেন এবং পেশায় একজন নির্মাণ ব্যবসায়ী। রিদোয়ানের একমাত্র বোন নিউ ইয়র্কে চিকিৎসক হিসেবে কর্মরত। আশ্রাফউদ্দিন জানান, ময়নাতদন্ত শেষে লাশ পাওয়া গেলে নিউ ইয়র্কেই তাকে দাফনের প্রস্তুতি চলছে।
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদের ১২৪ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১১৭ ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (৩ মার্চ)...