যুবদলের প্রতিষ্ঠকার্ষিকীতে বন্দরে মেডিকেল ক্যাম্পের উদ্বোধণ করলেন যোশেফ

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (0.47395837, 0.47395837); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নারায়ণগঞ্জ সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্নস্থানে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ এ ক্যাম্পের উদ্বোধন করেন।
রবিবার (২৭ অক্টোবর) দিনব্যাপী মহানগর যুবদলের আওতাধীন বন্দরের ১নং খেয়াঘাট এলাকায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
জানা গেছে এদিন যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে বন্দর, সিদ্ধিরগঞ্জ ও সদর থানায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয় এবং জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাঃ গোলাম রসুল, ডাঃ জুয়েল মাহমুদ, ডাঃ রবিউল ইসলাম, ডাঃ হামিদা খাতুন দিনব্যাপী সাধারণ মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন। এর আগে সকালে জোসেফ নেতাকর্মীদের নিয়ে ঢাকায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন।
এসময় উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, কাজী সোহাগ,সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির,জুয়েল,টিপু, রাসেল,সজিব,পনির হোসেন,জুম্মান,জসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Exit mobile version