রান্না ঘরের আগুনে খানসামায় পুড়ে ছাই ১৭ ঘর

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় রান্না ঘরের আগুনে ১৫ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ২.৩০ মিনিটে আংগারপাড়া ইউনিয়ন এর সাবুদেরহাট হালি পাড়া এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সূর্বণখুলী সাবুদের হাট  হালি পাড়া এলাকার আঃ রাজ্জাকের রান্না ঘরে আগুন লাগে। মুহূর্তেই বিদ্যুৎ এর মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ে চারিদিক। একে একে ১৫টি পরিবারের ১৭টি বসতঘর, গোয়াল ও রান্নাঘর এবং আসবাবপত্রসহ ঘরের বেশীর ভাগ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

খানসামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর পাশাপাশি ঘর থেকেও অনেক জিনিসপত্র বের করতে পেরেছি।

Exit mobile version