রাবি সংবাদদাতা :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। রবিবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই সাক্ষর সম্পন্ন হয়।
স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় বাংলালিংক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা, যৌথ গবেষণা, ইন্টার্নশিপ, মানবসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
ওাবি ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও বাংলালিংকের মানবসম্পদ বিভাগের প্রধান মঞ্জুলা মোরশেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই স্মারকে স্বাক্ষর করে তা বিনিময় করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন , প্রো-ভিসি অধ্যাপক মো. হুমায়ুন কবীর, রেজিস্ট্রার অধ্যাপক মো. আব্দুস সালাম, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, হিসাব পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক শেখ শামসুল আরেফিন, ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের সহকারী পরিচালক মো. এমরান হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।##
নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও সংগঠনের মোর্চা “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’’
প্রেস বিজ্ঞপ্তি নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও সংগঠনের মোর্চা “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষকদের লাগাতার...