রাহুল রাজ এর প্রেমের কবিতা
কবিত্ব
— রাহুল রাজ
কবি তুমি কেমন কবি?
কিসের তোমার কষ্ট?
কোন রমনী সারাটা জীবন
করলো তোমার নষ্ট?
কষ্ট রং এর কালী দিয়ে
আঁকো যার ছবি-
সে এখন পরের বউ
তুমি হলে কবি।
Related
In "কবিতা/ছড়া/সাহিত্য"
তোমার নামেই ঝরে বিদ্রোহের ধ্বনি, তোমার কলমে উঠে আসে বজ্রের বাণী। তুমি যেন ঘুমন্ত জাতির বুকের হাহাকার, যা শব্দে রূপ নিয়ে চিরমুক্তির গান গায়। তুমি যুগের সীমা ছাড়িয়ে সময়ের স্রোতে ভাসো, তুমি মানুষ, তবু তুমি চিরকালীন এক প্রতীক। ঝড়ের ডানায় ভেসে ওঠা দুঃসাহসিক পাখি, তোমার প্রত্যেক শব্দে বজ্রের…
In "কবিতা/ছড়া/সাহিত্য"
অঝোরে ---রাহুল রাজ কত দিন তোমার চুলের গন্ধ শুকিনা। বন্ধ ঘরে অন্ধ আবেগে- নিস্পলক চোখে, দেখি না তোমার চোখ। হয় না ডাকা সেই প্রিয় নামে- মুনা পাখি সোনা পাখি। কত দিন হয়! আলতো আদরে- প্রেমের চাঁদরে- জড়িয়ে ধরি না বুকে। ভালোবাসাবাসি, চাঁপা হাসাহাসি- ভেসে যাওয়া সুখে দুখে। কিছু নেই ঠিক,…
In "কবিতা/ছড়া/সাহিত্য"