সকাল সকাল মিরপুরের ২২ গজে ভুতুড়ে শুরু করেছিল বাংলাদেশ। ৬.৫ ওভারে ২৪ রান তুলতেই নেই ৫ উইকেট। বাংলাদেশের ওই বাজে শুরু মাঠে বসে দেখলে হার্ট অ্যাটাক করতেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন!
আজ (সোমবার) ঢাকা টেস্টে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম দিনের খেলা দেখেছেন তিনি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তার সঙ্গে ছিলেন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে। দিনের খেলা শেষে পাপন বলেছেন, “৫ উইকেট পড়ার সময় আমি ছিলাম না। থাকলে হয়তো হার্ট অ্যাটাক করতাম। তখন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলাম। উনি বললেন কী অবস্থা খেলার, আমি বললাম ‘আপা আমি এখনও দেখিনি, গিয়ে দেখতে চাই।”
২৪ রানে ৫ উইকেট হারানোর পর আর কোনও উইকেট যায়নি বাংলাদেশের। ২৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭ রান। মুশফিক ১১৫ ও লিটন ১৩৫ রানে অপরাজিত আছেন। তাদের দৃঢ়তায় খুব ভালোভাবে দিন শেষ করেছে স্বাগতিকরা।
বাংলাদেশের ৫ উইকেট হারানোর পর মিরপুরে আসেন বিসিবি প্রধান। তিনি আসার পর আর কোনও উইকেট যায়নি স্বাগতিকদের। এরপর আইসিসি চেয়ারম্যানকে নিয়ে সিলেটে যান বিসিবি সভাপতি। আইসিসি প্রেসিডেন্টকে নিয়ে সেখানে স্কুল ক্রিকেট পরিদর্শন করেন। এরপর ঢাকায় ফিরে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন পাপন।