জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বলেছেন, জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করার জন্য নিয়মিত পড়ালেখার পাশাপাশি খেলাধূলা ও সংস্কৃতি চর্চার প্রয়োজন রয়েছে। খেলাধূলা ও সংস্কৃতি শিক্ষারই অংশ, যাকে বলা হয় সহশিক্ষাক্রমিক কার্যক্রম। এতে শরীর ও মন উভয়ই সতেজ থাকে। শরীর ও মন ভালো থাকলে যে কোনো কাজ করতে ভালো লাগে।
শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) শহরের মির্জাপুরে অবস্থিত হলি ল্যান্ড স্কুল দিনাজপুর এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৫ এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মো. মোখলেছুর রহমান এ কথা বলেন।
হলি ল্যান্ড কলেজের সভাপতি প্রফেসর মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হলি ল্যান্ড কলেজের পরিচালক সৈয়দ সাগির আহমেদ, পরিচালক সালাউদ্দিন আহমেদ খোকন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন হলি ল্যান্ড স্কুলের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম।
আলোচনা সভা শেষে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ##
পার্বতীপুর জামায়াতের মোটরসাইকেল শোডাউন ও মিছিল
মোঃ রুকুনুজ্জামান (পার্বতীপুর) দিনাজপুরঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার উদ্যোগে কর্মী সম্মেলন-২০২৫ সফল করার লক্ষ্যে জামায়াতে ইসলামী পার্বতীপুর শাখার উদ্যোগে...