আওয়ামীলীগ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে রমজানের শুভেচ্ছা বিনিময়
মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন
পৌরসভা বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদক, পৌর মেয়র কাউন্সিলর, বিভিন্ন ইউনিয়নের
চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে পবিত্র রমজানের শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির।
শুক্রবার (২২ মার্চ) বিকেল ৩টা জেলা পরিষদ অডিটোরিয়ামে চাটখিল পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শাজাহান খান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন চৌধুরীর সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সাবেক সহকারী ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমার নেত্রী ( মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা) এবং আমার দল আওয়ামীলীগের কথা চিন্তা করে, আমি এমপি এইচএম ইব্রাহিমকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছি।
তিনি আরো বলেন আমি মনে করি আমার মত ত্যাগ স্বীকার করে উপজেলা পরিষদ নির্বাচনে দলের স্বার্থে জাহাঙ্গীর কবিরকে সমর্থন দেওয়া প্রয়োজন।
জাহাঙ্গীর আলম উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের ভুয়াসী প্রশংসা করে বলেন, তিনি একজন সুশিক্ষিত, ভদ্র ও স্মার্ট ব্যক্তিত্বের অধিকারী। আমার মত জাহাঙ্গীর কবির ও সংসদ নির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন। যেহেতু তিনি মনোনয়ন পাননি, তাই এবারের মত তাকে সুযোগ দেওয়া উচিত। দলের ঐক্যবদ্ধতার স্বার্থে জাহাঙ্গীর কবিরের পক্ষে কাজ করার জন্য উপস্থিত আওয়ামীলীগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাহাঙ্গীর কবির উপস্থিত নেতৃবৃন্দকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি বিগত দিনে আপনাদের পাশে ছিলাম। এখনো আপনাদের পাশে আছি, আগামীতে ও আপনাদের পাশে থাকব। তিনি বলেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যে ঐক্যবদ্ধ, আপনাদের আজকের উপস্থিতিতে তা প্রমাণ করে। আসন্ন উপজেলা নির্বাচনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এম ইব্রাহিম এমপি আমি জাহাঙ্গীর কবিরকে সমর্থন দেবেন বলে তিনি প্রত্যাশা করেন।
তাছাড়া মুক্তিযুদ্ধ কালীন বহত্তর নোয়াখালীর মুজিব বাহিনীর কমান্ডার সাবেক এমপি প্রয়াত মাহমুদুর রহমান বেলায়েতের সহধর্মিনী ফরিদা খানম সাকী এমপি ও প্রধানমন্ত্রী সাবেক ব্যক্তিগত সহকারি আলহাজ্ব জাহাঙ্গীর আলম তাকে সমর্থন দেওয়ায়, তিনি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, চাটখিল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বেলায়েত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, রামনারায়ন পুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম বাকি বিল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, পাচগাও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন চৌধুরী, মোঃ খোরশেদ আলম, মিজানুর রহমান বাবর।
আরো বক্তব্য রাখেন খিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন, নোয়াখালী জেলা যুবলীগের সদস্য ও উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজ খান প্রমুখ ।