আত্রাইয়ে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র‌্যালী অন্তে কেক কেটে আলোচনা সভা

নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার সাহেবগঞ্জ আ’লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চারনেতা ও ছাত্র লীগের প্রতিষ্ঠাতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র‌্যালী অন্তে কেক কেটে আলোচনা সভা হয়।

উপজেলা পরিষদ হল রুমে ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ এর সভাপতিত্বে এবং সম্পাদক হুমায়ুন কবির সোহাগ এর সঞ্চালনায় আলোচনা সভায় আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী প্রামানিক, সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রামানিক, এমপি পুত্র রাহিদ সরদার, ফেরদৌসী চৌধুরী ,যুবলীগ সভাপতি ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক রাফিউল ইসলাম, শ্রমিক লীগ সভাপতি আব্দুস ছালাম কালু, স্বেচ্ছোসেবক লীগ সভ্পতি আবু উজ্জল,সাবেক মহিলা সম্পাদিকা শামসুন নাহার রনি, কৃষকলীগ সম্পাদক জহুরুল ইসলাম, ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কাসেম, আব্দুল মান্নান মোল্লা, সাবেক ছাত্রলীগ সভাপতি রিপন চৌধুরী, আব্দুল কুদ্দুস, সম্পাদক রবিউল ইসলাম চঞ্চল, এসএম সজল, রুবেল হোসেন, ভারপ্রাপ্ত কলেজ শাখা সভাপতি অমিত কুমার সাহা, সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বী বক্তব্য রাখেন। বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি আদর্শ ও দর্শণ এবং স্বাধীনতাসহ সকল সংগ্রামে ছাত্র লীগের অবদানের কথা তুলে ধরেন। #

Exit mobile version