বিজ্ঞপ্তি:
ঢাকা, ৯ মার্চ ২০২৩: আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষ্যে, এসিড সারভাইভারস ফাউন্ডেশন
(এএসএফ) ৯ মার্চ ২০২৩ বৃহস্পতিবার একটি অনলাইন সেমিনারের আয়োজন করেছে। এ বছর উক্ত
অনুষ্ঠানটি একজন সারভাইভারের গল্প “আমি ভেঙ্গে যাইনি, আমি থেমে যাইনি, আমি ঘুরে দাড়িয়েছি”
এই প্রতিপাদ্যে উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএসএফ-এর ভারপ্রাপ্ত চেয়ারপারসন ডা. জুলিয়া আহমেদ এবং
সঞ্চালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব ও টিভি উপস্থাপক জনাব জামিল আহমেদ।
এএসএফের নির্বাহী পরিচালক, জনাব সরদার জাহাঙ্গীর হোসেন স্বাগত বক্তব্য রাখেন এবং সভার
উদ্দেশ্য বর্ণনা করেন। মিজ্ তাহমিনা ইসলাম, সমন্বয়কারী-প্রোগ্রাম, এসিড সহিংসতার বর্তমান
পরিস্থিতি এবং এসিড সারভাইভারস ফাউন্ডেশনের সার্বিক অবস্থা তুলে ধরেন।
সেমিনারে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অস্ট্রেলিয়ান হাইকমিশন-এর ফাস্ট
সেক্রেটারি মিজ্ কেইট স্যাংস্টার; মিজ্ রোকেয়া হায়দার, সিনিয়র ব্রডকাস্টার এবং সাবেক প্রধান,
বাংলা সার্ভিস, ভয়েস অব আমেরিকা (ভিওএ); ব্যারিস্টার ওয়াসিউল হক চৌধুরী, বিশিষ্ট আইনজীবী,
প্রফেসর ড. জেবউননেছা, অধ্যাপক, লোকপ্রশাসন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা;
অধ্যাপক ডাঃ কবির চৌধুরী, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত চিকিৎসক; মিজ্ তামাজের আহমেদ,
অ্যাকশন এইড বাংলাদেশ; জনাব আমিনুল ইসলাম, লেফটেন্যান্ট জেনারেল (অবঃ); এয়ার কমোডোর
(অবঃ), ইশফাক ইলাহি চৌধুরী, ট্রেজারার, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এছাড়াও বিভিন্ন পেশার
গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এএসএফ ট্রাস্টি বোর্ডর সম্মনানিত সদস্যদের মধ্য থেকে কে উপস্থিত ছিলেন, জনাব এম গোলাম
আব্বাস; মিজ্ নাসিমুন আরা হক মিনু এবং জনাব শফিকুল আলম কিরণ।
বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের পেশাজীব, শিক্ষাবিদ, এনজিও প্রতিনিধি, দাতা সংস্থার প্রতিনিধি,
গবেষক এবং গণমাধ্যম প্রতিনিধি বৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে সকলেই যার যার
অবস্থান থেকে এসিড সারভাইভারদের পাশে থেকে অবদান রাখার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
আশ্বাস যুগ্ম সচিবের পর্যায়ক্রমে জাতীয়করণ হবে সব ইবতেদায়ি মাদরাসা
দেশের সব ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কারিগরি...