আমার কোনো বাচ্চা কাচ্চা হয়না। খুব শখ করেই বাবা ২বোন কে একই পরিবারে ২ভাইয়ের কাছে বিয়ে দিয়েছিলেন।

আমার বিয়ের আজকে ৫বছর হতে চলল। আমার কোনো বাচ্চা কাচ্চা হয়না। খুব শখ করেই বাবা ২বোন কে একই পরিবারে ২ভাইয়ের কাছে বিয়ে দিয়েছিলেন।
আমার বিয়ের ৩বছর পর বিয়ে হয় আমার বোনের আর আমার ছোটো দেবরের।
আমার শাশুড়ি আমাকে প্রথম প্রথম ভালোবাসলেও বাচ্চাকাচ্চা না থাকায় এখন উনি সবসময় আমার উপরে রেগে থাকেন, সব জিনিসে ভুল ধরেন।
বাধ্য হয়েই স্বামীকে নিয়ে হাসপাতালে গেলাম টেস্ট করাতে। রিপোর্টে আসলো আমি ব’ন্ধ্যা। আমার কখনো বাচ্চা হবেনা।
আমার স্বামীও এখন আর আমায় তেমন গুরুত্ব দেয়না।
রিপোর্টের কথা জানার পর আমার শাশুড়ি আমায় বলল, দেখো মা যা হওয়ার মেনে যাও। আমি আমার বড় ছেলেকে আমি আবার বিয়ে করাবো আমার সংসারের তো একটা আলোর প্রয়োজন আছে। তুমি থাকতে পারো এই বাড়িতে সমস্যা নাই।
আমি জানি আমার স্বামী ও তাই চায় তাই মেনে নিলাম। কারন আমার আদরের আরেক বোন যে আমার দেবরের বউ। আমি কিছু বললে যদি তার সংসার ভাঙে।
বিয়ে টা হয়ে গেলো আর আমার স্বামী ও এখন ওর নতুন বউ নিয়ে ব্যাস্ত।
আমিও একটা ছোটো জব নিয়ে নিলাম নিজের জন্য।
২বছরের মাথায় দেখতে পেতাম আমার বোন কেও আমার শাশুড়ি যা তা বলে কথায় কথায় অপমান
করতো। আর আমার বোন আমার কাছে বসে কাদঁতো।
একদিন আমার শাশুড়ি বলল, তোর বোন ও বাচ্চা দিতে পারেনি আমার বড় ছেলেকে এখন তুই ও তোর বোনের মতোই ব’ন্ধ্যা নাকি।
আমার শাশুড়ি এই কথা আমার গায়ে জ্বা’লা ধরানোর জন্য যথেষ্ঠ ছিলো।
আমার দেবর ও আমার বোন কে নিয়ে পরীক্ষা করাতে গেলো। আর রিপোর্টে আসলো,
আমার ছোটো দেবর কোনোদিন বাবা হতে পারবেনা,
হয়তো ভাগ্যের চাকা এভাবেই ঘুরে যায়,
আমার শাশুড়িকে ওইদিন বলতে শুনেছিলাম,
দেখো মা তুমি মেয়ে মানুষ,
আমার ছেলে তো তোমায় ভালোবেসে বিয়ে করেছিলো তাইনা.? তুমিও তাকে অনেক ভালোবাসো, জীবনে তো বাচ্চাই সব না, আমরা কয়দিন ই বা বাচবো আর।
কষ্ট করে থেকে যাও আমার ছেলের ভালোবাসায়, সে তোমায় আগলে রাখতে চায়। তুমি ছেড়ে গেলে সে ভেঙে যাবে।
আমার বোন আমার দিকে তাকিয়ে একটা মুঁচকি হাসি দিয়ে আমার শাশুড়ি ২হাত ছেড়ে দেয় আর বলে,
মা একদিন আমার বোন কে আপনি বলেছিলেন মেয়েদের জীবনে বাচ্চাই সব। মা না হলে তাদের জীবনের কোনো মুল্য নেই।
ওইদিন যে আমার বোন টা ভেঙে গিয়েছিলো, আমার বোনের ভালোবাসার মানুষটাকে আপনি অন্যের হাতে তুলে দিয়েছিলেন।
কোথায় ছিলো আপনার এই ন্যায় কথা?
শাশুড়ি লজ্জায় চোখ নামিয়ে নেয়, সাথে থাকা আমার স্বামী ও।
আমি ওইদিন আমার বোন কে অবাক হয়ে দেখেছিলাম।
ও আমার হাত ধরেই বাড়ি ছেড়ে দেয়।
আজ আমার বোনের ২টা ছেলে আর ১টা মেয়ে আছে।
ওর সুখের সংসারে।
আর আমার ২টা জমজ মেয়ে আছে। আমি একজন কে বিয়ে করেছিলাম বাবার পছন্দে, তার ওয়াইফ ডেলিভারির সময় মা’রা যায়।
আমি তার মেয়েদের নিজের মেয়ের মতোই ভালোবাসি, তারা জানেনা আমি তাদের মা নই।
আমিও তাদের জানাইনি।
হোক না আমারি তারা।
জন্ম না দিলে কি মা হওয়া যায়না…!!!!!
#নারী
লেখায়ঃ-
তাসমিয়া তাহমিদ ইশারা
Exit mobile version