আমার জীবনে প্রথম প্রেম আসে ২০১৯ এ,তার সাথে আমার দেখা হয় আমার বাড়িতেই

আমার জীবনে প্রথম প্রেম আসে ২০১৯ এ,তার সাথে আমার দেখা হয় আমার বাড়িতেই ,পারিবারিক সমস্যার কারনে হঠাৎ বাড়ি চলে যেতে হয়। বাড়ি যাওয়ার ঠিক দুইদিন পর শীতের পিকনিক ছিলো,ওইদিন তার সাথে আমার দেখা,একটি চিঠির মাধ্যমে আমি তাকে প্রপোজ করি,সাধারনত ছেলেরা প্রপোজ করে তবে আমি একটু আলাদাই। এইভাবে আমাদের দিন যায় রাত যায়,ও একটি ছোট খাটো কাজ করতো,আমাদের চিঠির মাধ্যমে কথা হতো। তাকে দেখার জন্য আমি সেই ভোর ৬টায় দরজায় দাড়িয়ে থাকতাম,এইভাবে চিঠি তে কথা বলতে বলতে একদিন ধরা খাই। তারপর মা বাবা এবং তার মা সহ মিলে বেধম মা রধর করে আমায়,মা র খাওয়ার ঠিক ৩০মিনিট পর তাকে আবার চিঠির মাধ্যমে জানিয়ে দিই যে আমার জন্য ৫টা বছর অপেক্ষা করতে। এইভাবে করে অনেক বার মা র খায় ধরা খায়,এমন করতে করতে ২টা বছর শেষ হয়।আমাকে ঘর থেকে বের হতে দিতো না,আমাদের টিনের ঘর ছিলো ,ওইখানে ছিদ্র দিয়ে তার গলার স্বর শুনলেই উপরে উঠে তাকে দেখতাম,রাতে ঠিক সবাই ঘুমিয়ে গেলে খাটের উপরে রেলিং ধরে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতাম যাতে সে কাজ সেরে ঘরে যাওয়ার সময় একটু দেখতে পারি।

আমার একটা বাড়ির পাশের কাজিন ছিলো যার থেকে চু রি করে ফোন এনে একটু কথা বলছিলাম কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দরজার উপর থেকে বাবা দেখে নেই,ওই সময় নিজের কথা মাথায় ছিলো না,শুধু ভাবছিলাম ওর নাম্বার টা যাতে বাবা না দেখে আর ওর কোনো ক্ষ তি না হয়।তাড়াতাড়ি সিমটা ভেঙে ফেলে দিই,তারপর আর কি মা বাবা ধরে আবার পে টায়,শরীরের ব্যা থায় এখনো ঝিমোই।এইভাবে মা র খাওয়ার পর আবার তাকে চিঠি লিখি কিন্তু তাকে চিঠি টা দিতে গেলে তার বন্ধু বলে ও নাকি আমার সাথে আর সম্পর্ক রাখতে চাই না।এর ঠিক দুইদিন পর শুনি যে ওর বোন থেকে ও নাকি আরেকটা রিলেশেন করে তাও আমাদের বাড়ির মেয়ের সাথে,অবশ্য ও আমাদের বাড়িতে ভাড়া থাকতো।এইটা আমি মানতে পারি নাই যে ও আমাকে ছেড়ে আরেকজন এর হাত বেছে নিয়েছে ,এইভাবে আমি প্রায় দুইমাস তাকে চু রি করে করে ফোন দিতাম তবে ও একটা কল ও রিসিভ করে না😊আমি তাও হাল ছাড়ি নাই মা ঘুমিয়ে গেলে চু রি করে ঘর থেকে বের হতাম ওর বন্ধু থেকে ওর খবর নিতে,আমি ওর জন্য চু রির অপবাদ ও মাথায় নিয়েছি,তবে এর পরেও আমার মাথায় একটা কথায় ঘুরতো কিভাবে ওর সাথে যোগাযোগ করবো। তারপর নিজেকে বুঝিয়ে নিই।

এর পর শেষ নয় কিন্তু বিচ্ছেদের ৫ মাস পর ও আমাকে কল দেই নিজ থেকে😊 ২০২২ এ জানুয়ারিতে,আমি কি বেহায়া তাই না? সে নাকি আমাকে মিস করেছিলো,তার কান্নায় আমি তাকে আবার সুযোগ দিলাম,২০২২ এ আমরা শহরে চলে আসি। এরপর তাকে সুযোগ দেওয়ার পর আবার আমাদের পথ চলা শুরু হয়,এইভাবে ২০২২-২০২৩ চলে ঠিকঠাক,তার কাজ টা ছিলো খুব অল্প বেতনের তাই তার সব আবদার আমি পূরন করতাম। আমি আমার টিউশনের টাকাটাও ওরে দিতাম,তারপর এমন ও দিন গিয়েছে পি-রিএড এর ব্যা থা নিয়ে দৌড়াতে দৌড়াতে তারে টাকা দিতে গিয়েছি। এইভাবে দিন যায় ২০২৪ এ সেই মানুষ দেশের বাইরে যায়,আমি কখনো তার থেকে কিচ্ছু চাই নাই,শুধু একটু সময় আর যত্ন ছাড়া,দেশের বাইরে যাওয়ার ঠিক দুইদিন পর তার ব্যবহার বদলে যায়,এমনকি আমি তারে কল দিতাম এইটার জন্য আমার ম রন দেখতে চেয়েছিলো😊তার ফেসবুক,ইমো অবশ্য আমার কাছে ছিলো,কিন্তু ২০২৫ এ এসে তার মধ্যে ভালোই পরিবর্তন লক্ষ্য করলাম,যার জন্য এতোদিন অপেক্ষা করলাম,এতো মা র খেলাম,সমাজের কথা শুনলাম,এতো ছেলের প্রপোজ রিজেক্ট করলাম,ভালো ভালো বিয়ের ঘর রিজেক্ট করলাম, সেই মানুষটি ২০২৫ এ আবার আমাকে ঠকালো😊💔

গতকাল জানলাম তার গোপনে আরেকটি ইমো আছে,এবং এইটা নিয়ে কথা উঠলে মানুষটি আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়😊💔 তোমায় ভীষন ভালোবাসি, তবে তোমার দেওয়া আ ঘাত গুলো মনে থাকবে আজীবন🙂

পাঠিয়েছেন

নাতাশা

Exit mobile version