আমার ফুফাতো ভাই আমাকে বিয়ে করতে চেয়েছিলো ,কিন্তু আমি রাজি হইনিকারণ তাকে আমি কখনো অন্য চোখে দেখিনি বা আমার ভালো লাগতোনা অন্য কিছু হিসেবে। পরিবারের সবাই একদিকে আর আমি একদিকে ছিলাম,বিয়ের আয়োজন করে ফেলেছিলো প্রায় শেষমেষ আমি রাজি না দেখে দাদি বলেছিলো বিয়ে করতে হবেনা তোকে। সেদিন আমার ফুপু আমাকে বদদোয়া দিয়েছিলো উচ্চস্বরেই ,হয়তো ভাইয়া ও অনেক কষ্ট পেয়েছিলো ,বুঝতেই পারিনি বদদোয়া আমার জীবন টা কে এমন এলোমেলো করে দিবে 💔😅
প্রথম বিয়েটা একমাস ও টিকেনি কারণ স্বামী মানসিক রুগী ছিলো ,দ্বিতীয় বিয়ের প্রায় ৭ বছর হয়ে গেছে শারী-রিক যন্ত্রণা মানসিক যন্ত্রণা দুইটাই সহ্য করতে হচ্ছে আমার ,খুব আফসোস হয় কেনো সেদিন বিয়েতে রাজি হলাম না ,,,,আজ তার সুন্দরী বৌ ,বাচ্চা ,,টাকা -পয়সা সবই আছে আর এদিকে আমার টাকা পয়সা থাকলেও মানসিক দিক দিয়ে আমি একটুও ভালো নেই। হতাশা আর আফসোস কাটিয়ে উঠতে পারছিনা কোনোভাবেই💔😭
পাঠিয়েছেন
নাঈমা সুলতানা