আপনি আপনার স্বামীর প্রশংসা যেহেতু করছেন তাহলে বুঝা যায় আপনি আপনার স্বামীকে ভালোবাসেন। আর মানুষের প্রশংসা তো এমনি এমনি আসেনা, সেটা তার কর্ম/আচরণগুণ থেকে ফুটে আসে। সেদিক থেকেও ধরলাম আপনার স্বামী একজন ভালো মানুষ।
একচুয়্যালি জানিনা আপনি কোন অক্ষমের কথা উল্লেখ করেছেন। এখানে Major ২টি জিনিস হতে পারে।
১) শারীরিকভাবে আপনার জৈবিক চাহিদা পূরণে অক্ষম।২) আর্থিকভাবে অক্ষম।
১) আপনি উল্লেখ করেন নি যে আপনাদের বিয়ে হয়েছে কত বছর কিংবা আপনাদের কোন সন্তানাদি আছে কিনা সে বিষয়ে। যাইহোক, দেখুন আপনার স্বামী যদি আপনাকে শারীরিকভাবে জৈবিক সুখ দিতে অক্ষম হয় তাহলে সেটা আপনারা দু’জন মিলে বিভিন্ন যৌন বিশেষজ্ঞের পরামর্শে চিকিৎসা নিতে পারেন। বিষয়গুলো নিয়ে এখন অনেক উন্নত মানের চিকিৎসা সুবিধা রয়েছে। এরপরেও যদি কোন প্রতিকার না পান, অর্থাৎ সৃষ্টিকর্তা প্রদত্ত যদি তিনি অক্ষম হয়ে থাকেন তাহলে সেটা তো আর কিছু করার থাকেনা। তখন আপনি নিজেই সিদ্ধান্ত নিবেন যে আপনি আপনার স্বামীকে চান নাকি চান না। যেহেতু মানুষ হিসেবে আমাদের জৈবিক চাহিদা আছে সুতরাং এটাকেও একেবারে উপেক্ষা করার কিছু নেই। আবার এটাও না যে জীবনে যৌন মিলন সবকিছু। দেখুন আমরা হয়ত বড়জোর বেশী হলে ১ থেকে ১.৫ ঘন্টা Quality time sepnd করি। বাট এর বাইরে কিন্তু আমাদের বাকি ২২-২৩ ঘন্টা জীবনের খাওয়া-দাওয়া, ঘুম, বাস্তবের নিরিখে যাবতীয় কিছু সামলাতে হয়। আর জীবনের এ জিনিসগুলোর জন্য কিন্তু একটা সুস্থ পরিবেশ দরকার। একটা সুস্থ পরিবেশ তখনি আপনি পাবেন যখন আপনি একটা সুন্দর মনের / সুস্থ মনের মানুষ পাবেন। এটা সেক্সের চাইতেও খুব খুব ইম্পর্ট্যান্ট। এটা যদি আপনার মনমত না হয় তখন বিশ্বাস করেন আপনার সেক্স নিয়ে কোন ফিলিংস ই আসবেনা। সুতরাং জীবনে একজন ভালো মানুষের বড্ড দরকার আছে রে ভাই। এটা আমি একজন পুরুষ হিসেবে অনুভব করি যে, আসলেই জীবনের দুঃখের সময় পাশে থাকবে এমন একজন ভালো মানুষ খুব দরকার। এরপরে আসতেছে কিন্তু সেক্স।
এখন আপনার যদি সন্তানাদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। আপনার উচিত Mind টাকে তাদের দিকে Diversification করা। যাতে করে আপনি ব্যস্ততার মধ্যে থাকেন, এবং অন্যান্য উন্নয়নমূলক কাজ, পরিবারসহ ইত্যাদি নিয়ে থাকলে দেখবেন তেমন একটা সমস্যা হবেনা। তবে আপনার যদি সন্তানাদি না থাকে তাহলে আপনার জন্য এভাবে জীবন কাটানোটা খুব কঠিন। কারন সন্তান থাকলে মাথাটা সন্তানদের দিকে সবসময় Concentrated থাকে। এতে করে সেখান থেকে মার্তৃত্বের স্বাদে অনন্য এক আনন্দ পাওয়া যায়। যেটা অন্য সব কিছুকে ভুলিয়ে দেয়। এ জিনিসটা তারাই বলতে পারবে যারা এখানে মা/বাবা আছেন, যারা আমার এই লেখাটা পরছেন তারা কমেন্ট করে জানাবেন যে, আমি ঠিক বলেছি কিনা!! সন্তানের আনন্দটা অন্য সব আনন্দকে হার মানায় (এটা আমি বাস্তব জীবনে পরিক্ষিত)। এখন সন্তান যদি না থাকে কিংবা সন্তান হওয়ার চান্সও যদি না থাকে তাহলে আপনারা দু’জন ভেবে দেখবেন যে কি করা যায়। তবে আমি আলাদা হয়ে যাওয়ার পক্ষে না। একটা সম্পর্ক (বিয়ে) অত সহজ না। আবার নতুন করে কারো সাথে বোঝাপড়া করাটা দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে অন্যতম। তবে এমনটা করিয়েন না যে, আপনি সম্পর্ক ঠিকিয়ে রাখতেছে আবার শারীরিক চাহিদা মেটানোর জন্য অবৈধ রিলেশন / পরকীয়ায় জড়িয়ে পরলেন। এমন সংসার হলে করার দরকার নেই রে বোন। সর্বোপরি আপনার যদি চাহিদা বেশি থাকে তাহলে আপনি তাকে ছেড়ে দিন। এতে সে কিছুটা কষ্ট পেলেও অন্তত প্রতারণা এবং আলগা ভালোবাসা থেকে রক্ষা পাবে। আর আপনিও আপনার মত না ঠকিয়ে নিজের মত কিংবা পরিবারের মত অনুযায়ী বিয়ে করে নিলেন।
এ ক্ষেত্রে আমার একটা পরামর্শ থাকবে, যদি আপনাদের সন্তান না থাকে তাহলে একেবারে ছোট্ট বাচ্চা যদি পান তাহলে দত্তক নিয়ে নিতে পারেন। আর যদি আপনাদের সন্তান থেকে থাকে তাহলে তো আর কথা ই নেই।
এই পয়েন্টে লাস্ট একটা কথা বলতে চাই, সেক্সে অক্ষম হওয়া মানে জীবন অক্ষম তা কিন্তু না। আপনি চাইলে আপনার স্বামীকে নিয়ে অনেক অনেক ভালো কিছু করতে পারেন। সে যেহেতু ভালো মানুষ আপনি আখ্যা দিয়েছেন তাই একজন পুরুষ হিসেবে কথাগুলো ব্যক্ত করলাম। একজন পুরুষ মানুষ নিজের বউ-বাচ্চা/পরিবারের জন্য নিজের জানটা পর্যন্ত দিয়ে দেয়ার মনমানসিকতা রাখে। এখন কি করবেন সেটা আপনার ইচ্ছা।
2) দ্বিতীয় নাম্বার হলো, আপনার স্বামী যদি আর্থিকভাবে একেবারে অক্ষম হয় তাহলে সেটা বসে আলোচনা করুন। পরিবারের এবং আত্মীয়-স্বজনের সহযোগীতা নিন। এবং আল্লাহর কাছে বেশি করে রিযিকের জন্য প্রার্থনা করুন। চেষ্টা চালিয়ে যান। এর পাশাপাশি অবশ্যই নিজেরদের চাহিদা (খরচ) সীমিত রাখুন। একটু হিসাব কষে চলুন। ইন শা আল্লাহ দেখবেন আল্লাহ আপনাদের অবশ্যই ব্যবস্থা করে দিবেন।
অন্তস্থল থেকে আপনাদের জন্য দোয়া রইল।