আবিদ হাসান ইমতিয়াজ , ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) টেলিফোন শাখার বিদায়ী দায়িত্বরত কর্মকর্তা মো. সাহেব আলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টেলিফোন শাখা অফিসের উদ্যোগে এ সংবর্ধনা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সাবেক প্রধান প্রকৌশলী) এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এ কে এম শরীফ উদ্দীন। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি টিপু সুলতান ও সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুটসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিদায়ী বক্তব্যে মো. সাহেব আলী বলেন, “আজ বিদায়ের দিনে বলার মতো কিছুই নেই, শুধু আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করছি। আমার ৩২ বছরের চাকরি জীবনে কখনো অতিরিক্ত ছুটি নেয়নি—এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি বিশ্ববিদ্যালয়কে নিজের মতো ভালোবাসতাম এবং বহু ফলজ-বনজ বৃক্ষরোপণ করেছি। পরিশেষে, সবার কাছে দোয়া চাই।”
ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এ কে এম শরীফ উদ্দীন বলেন, “টেলিফোন শাখায় ৩২ বছর ধরে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সহকর্মীদের কাছ থেকে তাঁর সম্পর্কে যেসব কথা শুনেছি, তাতে বোঝা যায়— তিনি একজন ভালো মানুষ। এভাবে নিষ্ঠার সঙ্গে চাকরি শেষ করার সৌভাগ্য সবার হয় না। ভবিষ্যতে সুযোগ পেলেই অফিসে আসার আহ্বান জানাচ্ছি।”
প্রসঙ্গত, অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তার দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।