ইসলামপুরে কাফনের কাপড়সহ অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের ইসলামপুর কাফনের কাপড়সহ অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।  পৌর শহরের ধর্মকুড়া আয়শা মেডিকেল হলের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, ২৮ মে মঙ্গলবার ভোরে পথচারীরা  ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া বাজারের আয়শা মেডিকেল হলের সামনে বৃদ্ধের লাশ দেখতে পায়। কে বা কাহারা মৃত ব্যক্তিকে কাফন পড়িয়ে রেখে যায়। এ সময় পুলিশে খবর দেন স্থানীয়রা।
অফিসার ইনচার্জ সুমন তালুকদার বলেন, খবর পেয়ে  লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
Exit mobile version