লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজনে রবিবার উপজলা চত্তর থেকে শোভাযাত্রা বের হয়ে শহর পদক্ষিন করে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, অধ্যক্ষ জামান আবু নাছের চৌধুরী চার্লেস, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা,গণমাধ্যম কর্মী সুধীজনরা অংশ নেন।
সভায় দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা হয়।