ইসলামপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভোবনেই সমৃদ্ধি” এই আলোকে জামালপুরের ইসলামপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারী) উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব চত্তরে ৮টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের স্টল নিয়ে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়।
এতে বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি এবং শিশু-কিশোরদের মধ্যে প্রযুক্তি উদ্ভাবনী মনোভাব বিকাশের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২৪ বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএএম আবু তাহের, সহকারী কমিশনার(ভূমি) কর্মকর্তা মোঃ শাহানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ অন্যান্যরা এতে উপস্থিত ছিলেন।
Exit mobile version