প্রেস বিজ্ঞপ্তি
দলীয় সরকারের অধীনে প্রহসনের নির্বাচন জনগণ মেনে নেবে না। -মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম
ইসলমী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও তানভীর আহমেদ শোভন এর সঞ্চালনায় নগর সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৪ ই ডিসেম্বর,বুধবার, দুপুর ২ টায় নগরীর টাউন হল চত্বরে।
প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, স্বাধীনতার ৫১ বছরে স্বচ্ছ একটি নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে ক্ষমতাসীনরা ব্যর্থ হয়েছে। কালো টাকার মালিক ও গডফাদারদের কাছে নির্বাচন কমিশন অসহায়। ইভিএমের নির্বাচন জনগণ বিশ্বাস করে না। এমতাবস্থায় দেশের নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। আওয়ামী লীগের অধীনে প্রহসনের নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না।
তিনি আরও বলেন, দেশের সর্বত্রই অরাজকতা বিরাজমান। দূর্নীতি চরম আকার ধারণ করেছে। দূর্নীতিবাজরা আঙুল ফুলে বটগাছ বনে যাচ্ছে। সরকারের দায়িত্বশীলদের সহায়তায় ঋণের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। দূর্নীতি দমন কমিশন এখন নখদন্তহীন কমিশনে পরিনত হয়েছে।
মানুষের বাকস্বাধীনতা নেই। সাধারণ মানুষ সত্য কথা বলতে ভয় পাচ্ছে। বড় দুই দলের পাল্টাপাল্টি বক্তব্যে দেশের মানুষ আজ আতঙ্কিত। গ্যাস বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন অস্বাভাবিক উর্ধগতিতে জনগন আজ দিশেহারা।
প্রধান বক্তার বক্তব্যে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন, বাংলাদেশের ছাত্র রাজনীতির একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। শুধু শিক্ষার অধিকার আদায় নয় বরং দেশের যেকোনো সংকটে ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তবে সেই গৌরবোজ্জ্বল ইতিহাস বাংলাদেশের ছাত্র রাজনীতি আজ হারাতে বসছে। ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাসগুলোতে অস্থিরতা-যেন তারই প্রমাণ।প্রাচ্যের অক্সফোর্ড এবং সারা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। যেখানে শিক্ষা আসর হবে, পাঠচক্র হবে, দেশ রাষ্ট্রব্যবস্থা নিয়ে আলাপ হবে, দেশের অর্থনীতি নিয়ে সমস্যা চিহ্নিত ও প্রস্তাবনা দেওয়া হবে, বিজ্ঞান ও আবিষ্কার নিয়ে ডিসকাস হবে, চিন্তা পূণঃচিন্তা হবে। অথচ এখানে অস্ত্রের ঝনঝনানি হয়, রাজনৈতিক সহিংসতা সৃষ্টি করা হয়। এখানে জানমাল নিরাপদে থাকার পরিবর্তে প্রাণনাশের আতঙ্কে থাকতে হয়। এমন ক্যাম্পাস কখন দেশের শিক্ষিত ও আগামীর নির্ভরযোগ্য নেতৃত্বের জন্য কল্যাণ বয়ে আনবে না।
সভাপতির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠাই হয়েছে বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য।তাই আগামী নেতৃত্বকে দেশ এবং জাতির জন্য কাজ করতে অক্লান্ত পরিশ্রম করতে হবে।
নগর সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় দাওয়াহ বিষয় উপদেষ্টা মাওলানা মুহাম্মাদ ওবাইদুল রহমান মাহবুব, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেক্রেটারি মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার,জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবুল খায়ের,সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ শাহাদাৎ হোসাইন নুরী,সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতী নাছির উদ্দীন নাইস, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা, কেন্দ্রীয় অর্থ ও কল্যাণ সম্পাদক গাজী মুহাম্মাদ আলী হায়দার। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আজিজুল হক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বরিশাল মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু জাফর সালেহ, জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগর সভাপতি প্রিন্সিপাল মুহাম্মাদ ওমর ফারুক, ইসলামী আইনজীবী পরিষদ বরিশাল মহানগর আহবায়ক এ্যাড. শেখ আব্দুল্লাহ নাসের,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ ফজলুর রহমান, ইসলামী মুক্তিযুদ্ধা পরিষদ বরিশাল মহানগর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম গোমস্তা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মাওলানা মুহাম্মদ আরিফুর রহমান, কেন্দ্রীয় শুরা সদস্য এস এম ছাব্বির রহমান, কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ আব্দুর রহীম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সাবেক সভাপতি মাওলানা মুহাম্মাদ মিরাজুল ইসলাম,সাবেক সভাপতি প্রকৌশলী কে এম বায়জী, সাবেক সভাপতি কে এম শরীয়াতুল্লাহ, সাবেক সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ রেজাউল করীম, বরিশাল জেলা সভাপতি এইচ এম ছানাউল্লাহ্, বরিশাল বিশ^বিদ্যালয় সভাপতি মুহাম্মাদ শাহীন মাহমুদ, বিএম কলেজ সভাপতি মুহাম্মাদ মহিউদ্দীন, চরমোনাই কওমিয়া মাদ্রাসার সভাপতি সৈয়দ ফজলুল করিম মুজাহিদ, চরমোনাই আলিয়া মাদ্রাসার সভাপতি মল্লিক মুহাম্মাদ রেজাউল করীম নগর সহ-সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী মুহাম্মাদ রেদোয়ান, দাওয়াহ ও প্রশিক্ষন সম্পাদক মুহাম্মদ ইয়াকুব সিয়াম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ নাজমুল ইসলাম সুজন, অর্থ ও কল্যান সম্পাদক আলমগীর হোসাইন, আলিয়া মাদ্রাসা সম্পাদক আ কম নেয়ামতুল্লাহ, কওমী মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ শাহাদাত হোসাইন, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ রিফাত লস্কর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক গাজী মুহাম্মাদ ত্বলহা হাসান, কার্যকারী সদস্য-১ মুহাম্মাদ তরিকুল ইসলাম, কার্যকারী সদস্য-২ মুহাম্মাদ নুরুল ইসলাম থানা, ইউনিয়ন-ওয়ার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।