হ্যালো বন্ধুরা আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই প্রতিনেদনটি তে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি তা ইতি পূর্বেই আপনি হেডলাইন দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি নিয়ে অনেক মানুষের কৌতূহল থেকে থাকে।
আমাদের সমাজে আমরা ছোট থেকেই দেখে আসি যে, বেশিরভাগ ক্ষেত্রেই বিবাহ এর জন্য মেয়েদের থেকে ছেলেদের বয়সেরই বেশি হয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যাতিক্রম ঘটতে দেখা গেলেও। সেটা দেখা যায় খুব অল্প। যদিও প্রেম ভালোবাসায় বয়স টা কোনো ব্যেপার না। কিন্তু আপনি এটা জানেন কি যে, স্বামী হিসাবে নারীরা কেন নিজের থেকে
ভালোবাসা মানে না কোনো বয়স। মানুষ যেকোনো বয়সেই প্রেমে পড়তে পারে। তবে আমরা যদি দেখি , তবে দেখতে পাবো স্বাভাবিক ভাবে নারীরা জীবন সঙ্গিনী হিসাবে নিজের থেকে বয়সে বড় পুরুষই বেশি পছন্দ করে। তবে অনেক বেশি বড় মোটেই পছন্দ করে না অনেক নারী। তবে নিজের থেকে সামান্য একটু বড় বা একটু বড় পুরুষ দের প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে সকল পুরুষদেরই। তাই তারা নিজের লাইফ পার্টনার হিসাবে নিজের থেকে বয়সে বড় পুরুষদেরকেই বেছে নেয়। এবং এটি সামাজিক ভাবেও গ্রহণযোগ্য।
যদিও আমরা জানি যে সম্পর্কের ক্ষেত্রে বয়স বিশেষ কোনো গুরুত্ব বহন করে না। যেকোনো বয়সের পুরুষ যেকোনো বয়সের নারীর সাথে সম্পর্ক তৈরি করতে পারে। আমাদের সমাজে আগে থেকেই নিয়ম আছে, সম্পর্কের ক্ষেত্রে মেয়েদের সব সময় পুরুষের থেকে কম বয়সী হতে হবে। তবে এই নিয়ম অপছন্দ করে না কোনো নারীর। প্রতিটা নারীই নিজের থেকে বয়সে বড় জীবনসঙ্গিনী চায় এবং বয়স্ক পুরুষদেরই বেশি পছন্দ করে। বিশেষ কিছু গবেষণায় এটা দেখা গেছে এবং প্রমানও পাওয়া যায় যে, ঠিই কি কারণে নিজের থেকে বয়সে বড় পুরুষদের পছন্দ করে প্রতিটা নারী। তো আজকে আমরা জেনে নেব সেইসব কারণ গুলো যার কারণে মেয়েরা বয়স্ক পুরুষদের বেশি পছন্দ করে। তাহলে আসুন
জেনে নেওয়া যাক-
১. ম্যাচিওরিটি:
নারীদের বয়সে বড় অর্থাৎ বয়স্ক পুরুষকে পছন্দের পিছনে প্রধান কারণ হল ম্যাচিওরিটি। কম বয়সের থেকে অপেক্ষাকৃত বেশি বয়সের পুরুষদের মধ্যে ম্যাচিওরিটি অনেক বেশি থাকে, যেটা আকর্ষণের জন্য প্রধান ভূমিকা পালন করে।অল্প বয়সের পুরুষের মধ্যে ম্যাচিওরিটি খুব একটা লক্ষ্য করা যায় না। এ কারণে তাদের সঙ্গে সম্পর্ক তেমন জমে উঠে না। কিন্তু প্রাপ্ত বয়স্ক পুরুষের মধ্যে সেটার অভাব থাকে না। কাজেই প্রতিটা নারীর চাই তার লাইফ পার্টনার ম্যাচিওর হোক। তাকে বুঝুক।
২.মানিয়ে নেওয়ার ক্ষমতা:
আমরা প্রায় একটা জিনিস দেখতে পাই ভুল বোঝাবুঝির কারণে অনেক সম্পর্ক ভেঙে যায়। পুরুষ যদি বয়সে ছোট হয় তবে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে এরা সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। সব মেয়েরা চায় তার জীবনসাথী যেকোনো পরিস্থিতি হোক না কেন সেখানে তার সাথে খুশি থাকে, বিরক্তিবোধ না
করে।
৩. সঠিক সিদ্ধান্ত:
মেয়েদের বয়স্ক পুরুষ পছন্দ হওয়ার তৃতীয় কারণ হলো, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত। আমরা সকলেই জানি বয়স্ক পুরুষরা সঠিক সিদ্ধান্ত সহজেই নিতে পারে, যা অপ্রাপ্ত বয়স্ক ছেলেরা পারে না। বয়সে বড় হলে অভিজ্ঞতাও বেশি হয়, নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পুরুষরা সব বিষয় ভালোভাবে দেখে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। এই সিদ্ধান্ত ভুল হবার সম্ভাবনা অনেকটা কম। বয়স্ক পুরুষরা একটু বেশি যুক্তিবাদী হয়, তারা যুক্তির সাথে সবকিছু বিচার করে।
৪. অভিজ্ঞতা:
পুরুষ যদি বয়সে ছোট হয় তবে কম অভিজ্ঞতার কারণে অনেক অনেক ঝামেলা হতে দেখা যেতে পারে। এই কারণে ভেঙে ও যায় অনেক সম্পর্ক। তবে পুরুষ যদি বয়সে বড় হয় তবে অনেক বেশি অজিজ্ঞতার কারণে খুব একটা সমস্যায় পড়তে হয়না মেয়েদেরকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো পুরুষ যদি অভিজ্ঞ হয় তবে তার সঙ্গিনীর সবরকম চাওয়া পাওয়া সবকিছুর উপর গুরুত্ব দেয় ও যেকনোরকম সমস্যা হলে তা মেটানোর চেষ্টা করে।
তো এই ছিলো চারটি কারণ যার কারণে বয়স্ক পুরুষদের বেশি পছন্দ করে প্রতিটা নারী। আজকের প্রতিবেদনটি পড়ার পর আপনি সহজেই বুঝতেই পারছেন কেন মেয়েরা নিজের থেকে বয়সে বড় পুরুষদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। আশা করছি এই সম্পর্কে আপনাদের যা কৌতূহল ছিল তা এখন সবই শেষ হয়েছে।
আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি পড়ার জন্য এবং এতক্ষন আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এরকম ধরণের আরো প্রতিনেদন এবং সকল ধরনের খবরা-খবর পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু পরেই ফিরছি আরো একটা নতুন প্রতিবেদন নিয়ে। ততক্ষণের জন্য আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।